একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে দিন শুরু করেছে উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত
কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই এবার দফায় দফায় ক্রুজ মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার সকালে দেশটি তার পশ্চিম উপকূলের দিকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপ কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার আরও অবনতি ঘটাতে পারে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া বুধবার তার পশ্চিম উপকূলে সমুদ্রের দিকে একাধিক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ দাবি করেছে।
জেসিএস এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো স্থানীয় সময় সকাল সাতটায় নিক্ষেপ করা হয় এবং দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দারা এখন এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ বিশ্লেষণ করছে। এছাড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার আরও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জেসিএস জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিয়ংইয়ং এমন এক সময়ে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল যখন দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বিশেষ ওয়ারফেয়ার ইউনিট ১০ দিনব্যাপী উত্তর কোরিয়ার সীমান্তবর্তী গ্যাংওয়ান প্রদেশের পূর্ব উপকূলে প্রশিক্ষণে অংশ নিয়েছে।
জেসিএস বলেছে, বিতর্কিত সামুদ্রিক সীমান্তের কাছে উত্তর কোরিয়ার সাম্প্রতিক আর্টিলারি গোলাবর্ষণ এবং অস্ত্র পরীক্ষার পর অপারেশনাল প্রস্তুতি জোরদার করাই ছিল এই প্রশিক্ষণের উদ্দেশ্য। সূত্র: রয়টার্স, আল জাজিরা