১০ দিন পর টানেলে আটকা শ্রমিকদের দেখা মিলল
আটকা শ্রমিকদের দেখা মিলল। ছবি: সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি সেখানে আটকে পড়া ৪১ শ্রমিক। এত দিন পাইপের মাধ্যমে শুকনো খাবার পাঠানো হলেও গত সোমবার নতুন একটি পাইপের মাধ্যমে গরম খিচুড়ি পাঠানো হয়েছে তাদের কাছে।
ক্যামেরায় ধরা পড়েছে তাদের ছবি। এনডিটিভির খবরে বলা হয়েছে, এছাড়া খাদ্য, পানীয় ও অক্সিজেন পৌঁছে দিতে এবং উদ্ধারকাজ সহজ করতে বিভিন্ন দিক দিয়ে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার প্রথমবারের মতো ক্যামেরায় জীবিত অবস্থায় দেখা গেছে। এ সময় শ্রমিকরা নিজেদের মুক্ত করার জন্য একটি নতুন পথ তৈরি করার চেষ্টা করেছিলেন। উদ্ধারকারীদের কাছে শ্রমিকদের পাঠানো ভিডিওতে তাদের এন্ডোস্কোপিক ক্যামেরার পাতলা পাইপের দিকে তাকাতে দেখা যায়। এই পাইপের মাধ্যমে শ্রমিকদের কাছে অক্সিজেন, খাবার এবং পানি পাঠানো হচ্ছে।
ভারতীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত শ্রমিকদের ক্যামেরার কাছে জড়ো হওয়ার সাথে সাথে তাদের উদ্ধারকারীদের বলতে শোনা যায়, ‘আমরা আপনাদের নিরাপদে বের করে আনব, চিন্তা করবেন না’।
এর আগে ভারতীয় গণমাধ্যম জানায়, আটকে পড়া শ্রমিকরা সেখানে কিছুটা আলো পাচ্ছেন। এ ছাড়া পাইপে করে তাদের জন্য অক্সিজেন ও শুকনো খাবার পাঠানো হচ্ছে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভাস্কর খুলবে জানান, আটকা পড়া শ্রমিকদের কাছে রান্না করা খাবার পাঠানোর পাশাপাশি টেলিফোনে সংযোগ স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া কর্মকর্তারা আরও জানিয়েছেন, অপটিক্যাল ফাইবার কানেকশন স্থাপনের কথা চিন্তা করা হচ্ছে। এর মাধ্যমে ক্যামেরা বা ফোনের মাধ্যমে আটকে পড়া ব্যক্তিরা পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন।
এর আগে, ১২ নভেম্বর ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন একটি টানেল ধসে পড়ে। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ব্রহ্মকাল-যমুনোত্রী হাইওয়ের ধারে সাড়ে ৪ কিলোমিটার লম্বা সুড়ঙ্গ তৈরি হচ্ছিল। সেই সুড়ঙ্গের দেড়শ মিটার অংশ ভেঙে পড়লে সেখানে ৪১ ভারতীয় শ্রমিক আটকা পড়েন।