পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হলেন আনোয়ারুল হক কাকার
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার । ছবি সংগৃহিত
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সিনেটর আনোয়ারুল হক কাকারকে নির্বাচিত করা হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা (এনএ) রাজা রিয়াজ কাকারের নাম নিয়ে ঐকমত্য পোষণ করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজ সাংবাদিকদের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলের নাম জানিয়েছিলেন।
আনোয়ারুল হক কাকার পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আগামী রোববার শপথ নেবেন আনোয়ারুল হক কাকার।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে, আনোয়ারুল হক কাকার বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেটর। তিনি ২০১৮ সালে বেলুচিস্তান থেকে স্বতন্ত্র সিনেটর নির্বাচিত হয়েছিলেন।
একই সঙ্গে তিনি প্রবাসী পাকিস্তানি এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সিনেটের স্থায়ী কমিটির চেয়ারপারসন হিসেবে কাজ করেন। এছাড়াও যুক্ত রয়েছেন ব্যবসা উপদেষ্টা কমিটি, অর্থ ও রাজস্ব, বৈদেশিক বিষয় এবং বিজ্ঞান ও প্রযুক্তির সদস্য হিসেবে।
২০১৮ সালে বেলুচিস্তান আওয়ামী পার্টি গঠিত সিনেটে সংসদীয় নেতার ভূমিকা গ্রহণ করেছিলেন আনোয়ারুল হক কাকার।