করোনা মহামারির পর প্রথমবারের মতো সীমান্ত খুলছে চীন
টানা ৩ বছর পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে চীন। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে শি জিনপিংয়ের সরকার। কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তে বুধবার (১৫ মার্চ) থেকে সব ধরনের ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে মঙ্গলবার (১৪ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারির আগে চীনের যে অঞ্চলগুলোতে কোনো ভিসার প্রয়োজন ছিল না সেগুলো ফ্রি-ভিসার আওতায় আসবে। এর মধ্যে থাকবে দক্ষিণের পর্যটন দ্বীপ হাইনান এবং সাংহাই বন্দরের মধ্য দিয়ে যাওয়া ক্রুজ জাহাজও। এ ছাড়াও হংকং ও ম্যাকাও থেকে বিদেশিদের জন্য চালু করা হবে দক্ষিণাঞ্চলীয় উৎপাদন কেন্দ্র গুয়াংডংয়ে ফ্রি-ভিসায় যাতায়াত।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২০ সালের ২৮ মার্চের আগে ইস্যু করা ভিসাধারী বিদেশিরা যাদের এখনো বৈধতার সময়সীমা রয়েছে তারাও চীনে প্রবেশ করতে পারবেন।
পরিবারের সাথে পুনরায় মিলিত হতে আগ্রহী অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আশা করা হচ্ছে, হংকং, বেইজিং এবং জিয়ামেনসহ শহরগুলিতে যাওয়ার জন্য আগামী সপ্তাহগুলিতে চীনের মূল ভূখণ্ড ভ্রমণ করবে ৪ লাখ মানুষ।
এ ব্যাপারে চীন-ব্রিটেন বিজনেস কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর টম সিম্পসন বলেছেন, ‘সব ধরনের ভিসার জন্য আবেদন পুনরায় শুরু করায় যুক্তরাজ্য ও চীনের মধ্যে স্বাভাবিক ভ্রমণ পুনরুদ্ধারের ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য বাধা দূর হবে।’
এসআইএইচ