ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে আগুন, নিহত অন্তত ১৩
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি জ্বলানি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের নিহত হয়েছেন ১৩ জন। এ আগুনের ঘটনায় দুই শিশুসহ আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এ ছাড়া দুর্ঘটনাস্থল থেকে ৬ শ’রও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন দমকল কর্মীরা।
শনিবার (৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উত্তর জাকার্তার দমকল বাহিনীর কর্মকর্তা আব্দুল ওয়াহিদ জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানীর পেরতামিনা এলাকার প্লামপাং জ্বালানি স্টোরেজে আগুন লাগে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সেখান থেকে খুবই দ্রুত আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ ১৭ জনের মৃত্যুর কথা বললেও পরে ১৩ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে। শনিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।
এদিকে এ ঘটনায় তদন্ত ও অডিট করার আহ্বান জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রাষ্ট্রীয় মালিকানাধীন এ খাতের মন্ত্রী এরিক তোহির তার ইনস্টাগ্রাম পেজে জানিয়েছেন, শিগগিরই গুরুত্ব সহকারে এ ঘটনার তদন্ত করতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পেরতামিনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সেখানে কী ঘটেছিল তার পর্যালোচনা হওয়া খুবই দরকার।
পেরতামিরান সব ধরনের সুবিধার বিষয়ে অডিটের আহ্বান জানিয়েছেন দেশটির জ্বালানিবিষয়ক সংসদীয় কমিটির প্রধান সুজেং সুপারোতো। কম্পাস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শোধন ও সংরক্ষণসহ সব ধরনের সুবিধার বিষয়ে অডিট হওয়ার দরকার। প্রায়ই ডেপরতামিনায় আগুনের ঘটছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ফায়ার সার্ভিস দপ্তরের ২৬০ জন কর্মী ও ৫২টি ইঞ্জিন আড়াই ঘণ্টা চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ফায়ার সার্ভিস দপ্তরের জাকার্তা শাখার প্রধান সাত্রিয়াদি গুনাওয়ান জানিয়েছেন, আহত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া ৬ শতাধিক মানুষকে আপাতত জাকার্তার কয়েকটি সরকারি অফিসের কার্যালয় ও একটি স্টেডিয়ামে রাখা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জাকার্তার গভর্নর হেরু বুদি হারতোনো।
এসএন