ইরানের নৈতিক পুলিশের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিক্ষোভে উত্তাল ইরান। হিজাব না পরায় দেশটির নৈতিকতা বিষয়ক পুলিশের হাতে গ্রেপ্তার ও পরে অসুস্থ হয়ে হাসপাতালে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।
ইরানের নারী ও বিক্ষোভকারীদের উপর নির্যাতন ও দমন-পীড়নের অভিযোগে দেশটির নৈতিকতা বিষয়ক পুলিশের উপর নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হিজাব আইন লঙ্ঘনের অপরাধে পুলিশের হাতে গ্রেপ্তারের পর ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুতে ইরান জুড়ে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের মধ্যে নারীর সংখ্যা বেশি। এই বিক্ষোভের মধ্যেই এবার ইরানের নৈতিক পুলিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল জো বাইডেনের প্রশাসন।
এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ বলেছে, শান্তিপূর্ণ প্রতিবাদকারী, ইরানের সুশীল সমাজের সদস্য, দেশটির বাহাই সম্প্রদায়ের মানুষজন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনে ইরানের নিরাপত্তা বাহিনী নিয়মিত সহিংসা চালিয়ে থাকে। এই নিষেধাজ্ঞা শাস্তি হিসেবে নয় বরং ইতিবাচক পরিবর্তনের জন্য বলে বিবৃতিতে বলা হয়।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাসা আমিনির মৃত্যু হয়। পোশাক আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ সেপ্টেম্বর রাজধানী তেহরান থেকে তাকে গ্রেপ্তার করেছিল নৈতিকতা পুলিশ। হাসপাতালে তিন দিন কোমায় থাকার পর মৃত্যু হয় তার।
এসজি