চীনের আচরণ অত্যন্ত উসকানিমূলক: তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, তাইওয়ানের আশপাশে চীনের অবরোধ সৃষ্টি ও সামরিক মহড়া অত্যন্ত উসকানিমূলক। চীনের আগ্রাসন এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে স্বাগত জানিয়েছেন জোসেফ উ। একই সঙ্গে তাইওয়ান বিশ্বজুড়ে গণতান্ত্রিক রাজনীতিবিদদের স্বাগত জানাতে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
চীনের আগ্রাসী আচরণের নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, চীনের কারণে তাইওয়ানের আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর থেকে তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়ার কারণে একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। ঝুঁকি এড়াতে শত শত জাহাজ ও বিমানের রুট পরিবর্তন করতে হয়েছে।
প্রসঙ্গত, চীনের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এই সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে তাইওয়ান প্রণালীতে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চীন। এমনকি তাইওয়ানের আশপাশের জলসীমা ও আকাশসীমায় ফাঁকা গুলিও ছোড়া হয়।
এসজি/