নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় (আন্তর্জাতিক সময় সকাল ৭টায়) শুরু হয় ভোটগ্রহণ।
দেশজুড়ে ১ লাখ ৭৬ হাজার ৬০০ কেন্দ্রে ভোটগ্রহণ চলবে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত। দেশটির ৮ কোটি ৭০ লাখ মানুষ ভোট দিচ্ছে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে।
প্রেসিডেন্ট বুহারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছেন। সংবিধান অনুযায়ী, তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব আফ্রিকার সবচেয়ে জনবহুল রাষ্ট্র ও বছরের পর বছর সহিংসতা আর কষ্টের মধ্যে থাকা দেশের মানুষকে নতুন পথে পরিচালিত করবে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হলেও খুব একটা ভিড় দেখা যায়নি। উত্তরের কানো রাজ্য এবং দক্ষিণ বেয়েলসা রাজ্যে ভোটারদের সারি দেখা গেছে, তবে সেখানে তখনো কোনো নির্বাচনী কর্মকর্তাকে দেখা যায়নি।
ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা শুরু হবে এবং ভোটকেন্দ্রের বাইরে ফলাফল পোস্ট করা হবে। ভোটের পাঁচ দিনের মধ্যে ৩৬টি রাজ্য এবং ফেডারেল রাজধানী আবুজা থেকে চূড়ান্ত গণনা প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘদিন সামরিক শাসনে থেকে ১৯৯৯ সালে বেসামরিক শাসনব্যবস্থায় ফেরার পর শনিবারের নির্বাচন নাইজেরিয়ায় পঞ্চম জাতীয় নির্বাচন। এতে প্রাথী হয়েছেন ১৪ জন। তবে বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথন ও সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, নাইজেরিয়ার নবীন গণতন্ত্রে বিশেষ ভূমিকা রাখবে এই নির্বাচন। এতে বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথনের পরাজিত হওয়ার সম্ভাবনাই দেখছেন তারা। গত তিন নির্বাচনে সাবেক সেনাশাসক ও প্রধান বিরোধী দলীয় নেতা মুহাম্মাদু বুহারি পরাজিত হলেও এবার তার জন্য সুখবর থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরএ/