এইচএমপিভি নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি
ছবি: সংগৃহীত
হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করেছে। সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরামর্শ অনুযায়ী বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এই ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাত্রী, স্টাফ এবং দর্শনার্থীদের মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে। কারো মধ্যে জ্বর, কফ, বা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে বলা হয়েছে।
এয়ারলাইন্সগুলোকে তাদের ফ্লাইট পরিচালনার সময় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত, যেসব দেশে এইচএমপিভি সংক্রমণের হার বেশি, সেসব দেশ থেকে যাত্রী পরিবহনের সময় বাড়তি সতর্কতা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া, ফ্লাইটে কোনো আক্রান্ত রোগী থাকলে এয়ারক্রুদের কীভাবে তাকে সেবা দিতে হবে, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল রবিবার আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে এই ভাইরাসে প্রথম আক্রান্ত হিসেবে একজন নারী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন।
সংক্রমণ প্রতিরোধে করণীয়:
- মাস্ক পরিধান করুন।
- হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন।
- ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ঝুড়িতে ফেলুন এবং হাত ধুয়ে ফেলুন।
- আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং তিন ফুট দূরত্ব বজায় রাখুন।
- নিয়মিত সাবান-পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন।
- অসুস্থ হলে বাড়িতে থাকুন এবং প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সচেতন থাকার পাশাপাশি নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে।