কড়া নাড়ছে ‘অমিক্রন’, তবে ‘সীমান্ত বন্ধের পরিস্থিতি হয়নি’
দেশে করোনাভাইরাস সংক্রমণ কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ-নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, দরজায় কড়া নাড়ছে করোনার নতুন ধরন ‘অমিক্রন’। এদিকে, অমিক্রনের বিস্তার ঠেকাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে দাবি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সীমান্ত বন্ধ করার মত পরিস্থিতি ‘এখনও হয়নি’।
রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম বলেন, দেশে এখন করোনা সংক্রমণের হার ২ শতাংশের নিচে। এরপরও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কারণ, ঘরের দরজায় বিপজ্জনক ধরন ‘অমিক্রন’ কড়া নাড়ছে। এই মুহূর্তে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে। এগুলো নিশ্চিত করতে পারলে ‘অমিক্রন’ হোক বা অন্য কোনো ধরন হোক তা আমরা মোকাবিলা করতে সক্ষম হব।
অপর দিকে, সাভারে নবনির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অমিক্রন মোকাবেলায় একটি আন্তঃমন্ত্রণালয় সভায় এরইমধ্যে ‘অনেকগুলো সিদ্ধান্ত’ নেওয়া হয়েছে। সে অনুযায়ী বেশকিছু কার্যক্রমও শুরু হয়েছে। আমরা আমাদের হাসপাতালগুলোকে প্রস্তত রেখেছি। ইতোমধ্যে জেলায় জেলায় চিঠি দিয়েছি, তারা যেন অমিক্রন মোকাবেলায় প্রস্তুতি নেন।’
তিনি বলেন, আফ্রিকার সাত দেশ থেকে আসার ৪৮ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করা, দেশে আসার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
এপি/এমএমএ/