শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

অমিক্রনে হেলাফেলা; সংক্রমণের বিদ্যুৎগতি

রাজধানীর এলিফেন্ট রোডের কম্পিউটার ব্যবসায়ী ফরিদ আলম। জ্বর, ঠান্ডা, কাশিতে ভুগছেন। তিন দিন আগে জ্বর ছিলো। এখন নেই। সর্দিও কিছুটা কেমেছে। কিন্তু জ্বর বলে বাড়িতে থাকেননি। একদিন বাড়িতে থেকেই চলে এসেছেন ব্যবসা প্রতিষ্ঠানে। মানিক চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। জ্বর, ঠান্ডা কাশি নিয়েই চলছেন তিন দিন ধরে। বলেন তেমন কিছু না; ঠান্ডা লেগেছে। জাহিদ চাকরি করেন হাউজিং কোম্পানিতে। রাতে হালকা জ্বর আসায় নাপা খেয়ে সকালে অফিসে চলে গেলেন। বিকাল থেকে নাক দিয়ে পানি ঝড়ছে, আর হালকা কাশি। কিন্তু তাতে কিছু মনে করছেন না। বলেন, শীতে এমন হয়ই।

বিশ্বের মতো বাংলাদেশেও দাপট দেখাচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মোট ১৬ হাজার ৩৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পরেছে। এ সময় মারা গেছেন ১৮ জন। শনাক্তের হার ৩২ দশিমিক ৪০।

বাংলাদেশে করোনাভাইরাসের অমিক্রন শনাক্ত হয় ৬ ডিসেম্বর। করোনা ইনফো ওয়েব সাইটের তথ্য মতে, গত এক মাসে এক লাখ ৩৫ হাজার ৮৬ জন শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২১৪ জন। আর গত ৭দিনে দেশে নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯০৪ জন। আর এ সময় মৃত্যু হয়েছে ১৫৮ জনের। সুতরাং একথা সহজেই বোঝা যাচ্ছে ৬ ডিসেম্বরের তুলনায় এক মাস পর সংক্রমণের তীব্রতা কতটুকু বেড়েছে। যেভাবে শনাক্তের সংখ্যা বাড়ছে, তাতে মনে হচ্ছে নতুন এই ঢেউয়ে ভাইরাসটি বিদ্যুতের গতিতেই ছড়াচ্ছে।

আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা সংস্থা (আইসিডিডিআর'বি) গত ২০ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিদেনে বলা হয়েছে রাজধানী ঢাকায় জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ততের ৬৯ শতাংশ শরীরে অমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। প্রতিবেদনে জানিয়েছে, অন্ততপক্ষে অমিক্রনের তিনটি সাব-টাইপ ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞানীদের মতে, করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি অধিক সংবেদশীল। যে কারণে এর বিস্তার ঘটছে দ্রুত। যেটা অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দেখা যায়নি। তবে আশার জায়গা হচ্ছে এই ভ্যারিয়েন্টটি প্রাণঘাতি নয়। এ কারণে মৃত্যুর হার তুলনামূলক কম।

অমিক্রণের লক্ষণ:

চিকিৎসকদের মতে, অমিক্রন অনেকের কাছে সাধারণ ঠান্ডার মতোই মনে হবে। আক্রান্ত হওয়ার পর গলা শুকিয়ে যাওয়া, সর্দি লাগা, শরীরের জয়েন্টে ব্যাথা বা মাথা ব্যাথা হতে পারে। সাথে হালকা জ্বর। আক্রান্তের কাছ থেকে মূলত এসব লক্ষণ জানাগেছে।অনেকের ক্ষেত্রে ফুসফুসের উপরি অংশ ব্যাথা হচ্ছে।শরীর ক্লান্ত লাগছে বলে জানাচ্ছেন রোগীরা।

এসবের তোয়াক্কা করে কি আমাদের দেশের মানুষ? শিক্ষিত সচেতনদের মধ্যেও সাধারণ সর্দি কাশিকে তোয়াক্কা করতে দেখো যায় না। আর যার খেটে খাওয়া মানুষ তারা এসব সাধারণ ঠান্ডা কাশিকে বা হালকা জ্বরকে পাত্তা দেওয়ার সময় কোথায়? ফলে অধিক সংবেদনশীল অমিক্রমন আরও দ্রুত ছড়াচ্ছে। রাজধানীর বাইরে কোনো কোনো এলাকায় সংক্রমণের হার ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে।

এছাড়া অমিক্রণের উপসর্গ হালকা বলে অনেকেই পরীক্ষা করানোর প্রয়োজনও অনুভব করছেন না। কারণ ৪-৫দিন পর সর্দি, জ্বর কাশি আপনা আপনি ভালো হয়ে যাচ্ছে। আর ভালো হলেই কাজে ফেরা যাচ্ছে। যেহেতু পরীক্ষা নেই, আইসোলেশনের বেরিয়ারও নেই বলেই তারা মনে করছেন। সংক্রমনের গতি বেশি হওয়ার এটাও উল্লেখযোগ্য কারণ। 

Omicron: WHO classifies new COVID-19 variant B.1.1.529 as Omicron

অমিক্রনে আক্রান্তরা কতদিন অন্যের জন্য বিপদজনক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সরকারকে সতর্ক করেছে অমিক্রনকে কোনোভাবেই হেলাফেলা করা উচিৎ হবে না। বিশেষ করে যাদের এখনও ভ্যাকসিন হয়নি তারা এই ভাইরাসে মারা যেতে পারেন।

যুক্তরাষ্ট্রে গত ডিসেম্বরে প্রকাশিত এক গবেষণার ফলাফলে দেখা যায়, অমিক্রনের উপসর্গ তিনদিনের মধ্যে স্পষ্ট হয়ে পড়ছে। অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই সময়সীমা গড়ে পাঁচদিন।

বিজ্ঞানীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন করোনাভাইরাসের রোগীরা আক্রান্ত হওয়ার শুরুর দিকে সবচেয়ে বেশি সংক্রামক হন। অমিক্রনের ক্ষেত্রে, আক্রান্ত রোগীর শরীরে উপসর্গ দেখা দেওয়ার একদিন বা দুদিন আগেই সে অন্যকে আক্রান্ত করতে পারে। আর উপসর্গ দেখা দেওয়ার পর দুই থেকে তিনদিন পর্যন্ত সে অন্যের জন্য ঝুঁকি থাকবে।

অর্থাৎ কেউ এই ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পর তিন থেকে পাঁচদিন সে অন্য যে কাউকে সংক্রামিত করতে পারে। অমিক্রন ভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীরে সাতদিনের মত থাকে। ফলে, শরীরে উপসর্গ দেখা দেওয়ার পর বড়জোর সাতদিন কোনো রোগী অন্যের শরীরে সংক্রমণ ঘটাতে পারে।

আইসোলেশন কত দিন

আইইডিসিআর এর হটলাইনের চিকিৎসকের মতে, সর্দি, জ্বর বা হালকা কাশির মতো উপসর্গগুলো চারদিনের মধ্যে ভালো হয়ে গেলে টেস্ট না করালেও চলে। কারণ টেস্ট সঠিক ফল পেতে উপসর্গ দেখা দেয়ার চার দিন পর টেস্ট করালে ঠিক ফলাফল পাওয়া না। আর চার দিনের মধ্যে ঠিক হয়ে গেলে উপসর্গ দেখা দেয়ার দিন থেকে ১০দিন আইসোলেশনে থাকতে হবে। তা না হলে জীবানু অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

তবে যাদের কমপক্ষে দুই ডোজ ভ্যাকসিন নেওয়া আছে তাদেরকে অমিক্রনে আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হয়ে পড়তে হচ্ছে না বা তাদের মৃত্যু ঝুঁকির মুখে পড়তে হচ্ছে না। এ কারণে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ বেশ কিছু দেশে আক্রান্ত রোগীর বাধ্যতামূলক আইসোলেশন বা ঘরে আলাদা হয়ে থাকার সময়সীমা পাঁচদিনে নামিয়ে আনা হয়েছে।

এদিকে মঙ্গলবার বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল মালিকদের সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন করোনা সংক্রমিতদের আইসোলেশন ১০ দিনের পরিবর্তে ৫ থেকে ৭ দিন করা হচ্ছে। খুব শিগগির স্বাস্থ্য অধিদপ্তর নতুন আইসোলেশন নীতি ঘোষণা দেবে।

 

 

Header Ad
Header Ad

ইসলামী শাসনে চলবে সিরিয়া, অস্থায়ী সংবিধানে সই করলেন প্রেসিডেন্ট

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি অস্থায়ী সংবিধানের খসড়া প্রস্তাবে সই করেছেন, যার মাধ্যমে দেশটি আগামী পাঁচ বছর ইসলামী শাসনের অধীনে চলবে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দ্রুত বিদ্রোহ শুরু করার পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতারা নতুন শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন।

শারার এবং বিদ্রোহে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে এক বৈঠকের পর অস্থায়ী সংবিধান ঘোষণা করা হয়। একে কেন্দ্র করে পুরনো সংবিধান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়।

অস্থায়ী সংবিধানের খসড়ার প্রক্রিয়া নিয়ে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্য আব্দুলহামিদ আল-আওয়াক এক সংবাদ সম্মেলনে জানান, পূর্ববর্তী সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা রক্ষা করা হবে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানের জন্য মুসলিম হওয়ার শর্ত এবং আইনশাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন নির্ধারণ।

এই অস্থায়ী সংবিধানটির প্রধান লক্ষ্য হলো দেশের রাজনৈতিক উত্তরণে একটি সময়সীমা নির্ধারণ করা। ডিসেম্বরে শারা জানিয়েছিলেন যে, সিরিয়ার সংবিধান পুনর্লিখনে তিন বছর এবং নির্বাচনের আয়োজন করতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

এদিকে, গত মাসে সিরিয়ায় একটি জাতীয় সংলাপ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে নতুন সংবিধান প্রণয়ন এবং অন্তর্বর্তীকালীন সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়েছিল। তবে সমালোচকরা বলছেন, এই সম্মেলনটি তাড়াহুড়ো করে আয়োজিত হয়েছিল এবং সিরিয়ার বিভিন্ন জাতিগত ও সাম্প্রদায়িক গোষ্ঠী বা নাগরিক সমাজের পর্যাপ্ত অংশগ্রহণ ছিল না।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আসাদ পরিবারের ৫০ বছরের স্বৈরাচারী শাসনের পর নতুন শাসন প্রতিষ্ঠিত হলেও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা এখনও নতুন সরকারের প্রতি সন্দিহান। তবে, তুরস্কের মারদিন আর্তুকলু বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইন বিশেষজ্ঞ আল-আওয়াক জানান, অস্থায়ী সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়ার বিধান রাখা হয়েছে, যা দেশের নড়বড়েও রাজনৈতিক পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে।

সিরিয়ার চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে, শারা সম্প্রতি উত্তর-পূর্ব সিরিয়ায় মার্কিন-সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি সই করেছেন, যার মধ্যে কুর্দি যোদ্ধাদের সরকারি বাহিনীর সঙ্গে একীভূত করার বিষয়ও রয়েছে।

Header Ad
Header Ad

বিরামপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহেরীল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আরিফুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মণ্ডল এবং এমটি ইপিআই মাসুদ রানা।

সভায় বক্তারা শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভিটামিন 'এ' ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, আগামী ১৫ মার্চ দেশব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে, যেখানে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে।

Header Ad
Header Ad

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ পাওয়া যাচ্ছে ২৪ মার্চের টিকিট

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী ২৪ মার্চের টিকিট।

রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্রিম টিকিটের সবগুলোই অনলাইনে বিক্রি হবে এবং এটি সাতদিনব্যাপী চলবে।

আজ সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় করা যাচ্ছে। আজ দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

টিকিট বিক্রির সময়সূচি-

১৪ মার্চ : ২৪ মার্চের টিকিট
১৫ মার্চ : ২৫ মার্চের টিকিট
১৬ মার্চ : ২৬ মার্চের টিকিট
১৭ মার্চ : ২৭ মার্চের টিকিট
১৮ মার্চ : ২৮ মার্চের টিকিট
১৯ মার্চ : ২৯ মার্চের টিকিট
২০ মার্চ : ৩০ মার্চের টিকিট

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।

এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইসলামী শাসনে চলবে সিরিয়া, অস্থায়ী সংবিধানে সই করলেন প্রেসিডেন্ট
বিরামপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, আজ পাওয়া যাচ্ছে ২৪ মার্চের টিকিট
ড. ইউনূস ও গুতেরেসের কক্সবাজার সফর আজ, ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে
ঢাকা বশ্বিবিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন
আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না : খালেদ মাহমুদ সুজন
উপদেষ্টা মাহফুজ শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন : জামায়াত
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
শিশু আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস
‘২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে’
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার
শুক্রবার থেকে বন্ধ হচ্ছে দেশের সব পর্ন ওয়েবসাইট
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসা নিয়ে যা বলল হামাস
গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরতর করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্ত্রীসহ সাবেক বিজিবি প্রধান সাফিনুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা
আছিয়ার মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হবে
ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
সোয়া ২ কোটি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল