২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩০৮ জন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৩০৮ জন। তবে এ সময় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৭২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৫৮ হাজার ৯২৭ জন। এ সময়ে মোট মৃত্যু হয়েছে ২৫৭ জনের।
বর্তমানে সারাদেশে সর্বমোট ১ হাজার ৩৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৭৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর আক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনর মৃত্যু হয়েছিল।
আরইউ/এমএমএ/