করোনায় মৃত্যু আরও ৫০০ জনের, আক্রান্ত ৩ লাখ
গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৫০০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ১১ হাজার ৩৯৯ জন রোগী। অপরদিকে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ১৫ হাজার ৮৬৫ জন।
রবিবার (২৭ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তে শীর্ষে অবস্থান করছে জাপান। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে একদিনে মারা গেছেন ১৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৩২৭ জন রোগী। এ নিয়ে জাপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ হাজার ৩৬ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হলো দুই কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৮১ জন।
জাপানের পরই রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে একদিনে করোনাভাইরাসে মারা গেছেন ৫২ জন এবং আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৬৪৮ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃতের বেড়ে দাঁড়াল ৩০ হাজার ৩৩০ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হলো দুই কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৪৮৮ জন।
জাপান, দক্ষিণ কোরিয়ার পর রাশিয়ায় সবচেয়ে বেশি করোনায় মৃত্যু, আক্রান্তের খবর জানা গেছে। একদিনে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে মারা যান ৫৩ জন। আর আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৮ জন।
এ ছাড়াও ২৪ ঘন্টায় ব্রাজিলে ৪৫ জন, ইন্দোনেশিয়ায় ৪১ জন, তাইওয়ানে ২৯ জন, অস্ট্রেলিয়ায় ১০ জন, চিলিতে ২৫ জন, পোল্যান্ডে আটজন, ফিলিপাইনে ২৩ জনের মৃত্যু হয়েছে।
এসআইএইচ