ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৫১৯
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন আরও ৫১৯ জন।
এ নিয়ে চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৯২৪ জন। আর মৃত্যু হয়েছে ২৪১ জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২২ জন। বাকিরা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ১ হাজার ১৪২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৮৮০ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর আক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
আরইউ/এসজি