নটর ডেম কলেজে ‘ফুসফুসের ক্যানসার সচেতনতার মাস উদযাপন
ইমপালস-মাই কেয়ার (প্যালিয়েটিভ অ্যান্ড জেরিয়াট্রিক কেয়ার সেন্টার) এর উদ্যোগে ‘ফুসফুসের ক্যান্সার সচেতনতার মাস' উদযাপনের অংশ হিসেবে বুধবার (২৩ নভেম্বর) নটর ডেম ইয়োগা ও মেডিটেশন ক্লাবের সহায়তায় ‘নটর ডেম কলেজে' এক ঘণ্টাব্যাপী একটি ভিন্নধর্মী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন মাই কেয়ারের প্রধান পরিচালন কর্মকর্তা ডা. ফারজানা ইসলাম। এ সময় ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন যোগ অভ্যাস-ইয়োগা প্রদর্শন করে ইয়োগা থেরাপিস্ট কুশল রয় জয় (প্রতিষ্ঠাতা, জয়সান ইয়োগা)।
অনুষ্ঠানে উপস্থিত ছিল নটর ডেম কলেজে ৪০০ জন শিক্ষার্থী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও এবং নটর ডেম ইয়োগা ও মেডিটেশন ক্লাবের সম্মানিত মডারেটর স্বপন হালদার ।
তা ছাড়া, আরও উপস্থিত ছিলেন, মাই কেয়ার-এর ক্যানসার বিষয়ক জনসচেতনতা প্রচারকারী দল ফারজানা আলী (হেড অব সার্ভিস ম্যানেজমেন্ট), মো. জুলহাস উদ্দিন
(হেড অব প্রোগ্রাম ও বিজনেস ডেভেলপমেন্ট) ও সাখাওয়াত উল্লাহ (বিসনেস রিলেশনশিপ ম্যানেজার)।
এই সচেতনতা অনুষ্ঠানের বিশেষ দিকগুলো হলো, ছাত্রদের ফুসফুসের ক্যানসারের প্রকোপ, কারণ ও প্রতিরোধ সম্পর্কে জানানো। ধুমপানের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা। শাসতন্ত্রের ব্যায়াম শিখানো ও অনুশীলন করা শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
এই অনুষ্ঠানে বক্তরা বলেন, বিশ্বব্যাপী নভেম্বর মাসকে ‘ফুসফুসের ক্যান্সার (Lung Cancer) সচেতনতা মাস' হিসেবে উদযাপন করা হয়। প্রতি বছর আমাদের দেশের পুরুষরা যেসব ক্যানসার আক্রান্ত হন, তার মধ্যে প্রথম স্থানে রয়েছে ফুসফুসের ক্যানসার। যার সংখ্যা ১৪ লাখের ও বেশি এবং মারা যান প্রায় ১২ লক্ষ। ধূমপান, তামাক, জর্দা, গুল ইত্যাদির ব্যবহার এই ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
এ ছাড়া পরিবেশ দূষণ, বায়ুদূষণ, যানবাহনের কালো ধোঁয়া ইত্যাদিও এ জন্য দায়ী। এই ক্যান্সার সম্পর্কে সকলকে সচেতন করার অংশ হিসেবে ইমপালস-মাই কেয়ার (প্যালিয়েটিভ এন্ড জেরিয়াট্রিক কেয়ার সেন্টার) এই ভিন্নধর্মী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন।
কেএম/এমএমএ/