বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছে ফ্রান্স
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টোকেন ভ্যাকসিন হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ
করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে ২০ লাখ ৬ হাজার ৪০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা হস্তান্তর করেছে ফ্রান্স। এ টিকা কোভ্যাক্সের আওতায় দিয়েছে ফরাসি সরকার।
মঙ্গলবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে টোকেন ভ্যাকসিন হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ।
অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের প্রতি সংহতির অংশ হিসেবে ফ্রান্স সরকারের পক্ষ থেকে কোভিড-১৯ টিকা বাংলাদেশ সরকারকে উপহার দেওয়া হয়েছে। উভয় দেশ যৌথ প্রচেষ্টার মাধ্যমে শিগগিরই মহামারী কাটিয়ে উঠতে সক্ষম হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ মহামারীতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ফরাসি সরকারের প্রশংসা করে বলেন,‘সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরকালে ঐতিহাসিক বৈঠকের সময় টিকা উপহারের ঘোষণাটি দিয়েছিলেন ফরাসি রাষ্ট্রপতি।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ফরাসি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, এমন একটি সময়ে ফ্রান্স এ উপহার দিল, যখন বাংলাদেশ সরকার তার মোট জনসংখ্যাকে টিকা দেওয়ার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে।
হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
আরইউ/এসএন