ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন রোধে ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬০ বছরের বেশি বয়সি ও গুরুতর অসুস্থদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক দেশেই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।
জাহিদ মালেক বলেন, এরই মধ্যে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এক ডোজ ছয় কোটির মতো, দুই ডোজ চার কোটির কাছাকাছি হয়ে গেছে। আমরা স্কুলের ছাত্র, বস্তিবাসী, সব পর্যায়ের লোকজনকে টিকা দিতে একেবারে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত গেছি। ফাইজারের টিকাও আমরা বিভিন্ন জেলা-উপজেলায় নিয়ে গেছি। তারপরও দেখা যায় অনেকে এখনও টিকা নেননি। আগে যে আগ্রহটা পেয়েছি টিকা নেওয়ার সেই আগ্রহটা একটু কম।
ডেল্টার চেয়েও অমিক্রন বেশি ঝুঁকিপূর্ণ জানিয়ে জাহিদ মালেক বলেন, অমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে আছে। তবে দুঃখের বিষয় গত এক মাসে ২৪০ জন আফ্রিকা থেকে এসেছেন। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ফোনও বন্ধ।
এসআইএইচ/এসএন