করোনা: ভারতে এক দিনে শনাক্ত বাড়ল প্রায় ৯০ শতাংশ
এক দিনের ব্যবধানে ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ব্যাপক হারে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন। গতকাল রবিবার এ সংখ্যা ছিল ১ হাজার ১৫০ জন। অর্থাৎ সে তুলনায় আজ সোমবার (১৮ এপ্রিল) সংক্রমণ বেড়েছে ৮৯ দশমিক ৮ শতাংশ। এ সংক্রমণ বৃদ্ধির কারণে নতুন কোনো ধরনের প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সোমবার ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। তবে এর মধ্যে ভারতীয় রাজ্য কেরালায় ৬২ জনের মৃত্যুর আগের তথ্য যোগ করা হয়েছে। গতকাল করোনায় মৃত্যুর সংখ্যা ছিল মাত্র চারজন। সেই হিসাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সব মিলিয়ে ভারতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৬৫ জন।
ভারতে আজ দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে শূন্য দশমিক ৮৩ শতাংশ। রবিবার এ হার ছিল শূন্য দশমিক ৩১ শতাংশ। শনাক্তের হারের এ বৃদ্ধিকে সংক্রমণ বৃদ্ধির একটি সূচক বলে গণ্য করা হয়। তবে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ১১ হাজার ৫৫৮ থেকে কিছুটা কমে গত ২৪ ঘণ্টায় হয়েছে ১১ হাজার ৫৪২।
ভারতের দিল্লিসহ কয়েকটি রাজ্যের দৈনিক সংক্রমণের হার কয়েক দিন ধরেই বাড়ছে। এর মধ্যে বিশেষ করে দিল্লির অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১৭ জন।
দিল্লি ও এর কাছের গাজিয়াবাদ-নংডা এলাকায় কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আতঙ্কে কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
টিটি/