করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
করোনা মহামারির বিরুদ্ধে প্রায় আড়াই বছর ধরে লড়ছে বিশ্ব। এতে মানুষের জীবন যেমন শঙ্কায় পড়েছে; তেমনি বিপর্যস্ত অর্থনীতি। সম্প্রতি বিশ্বব্যাপী অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণের হার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে–করোনাভাইরাস আবারও ভয়ংকর রূপ নিতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘আমরা এখন করোনা মহামারির মধ্যবর্তী সময়ে রয়েছি। করোনাভাইরাস এখনো যথেষ্ট ঘাতক। এখনই আমাদের সুরক্ষা কমিয়ে দেওয়া বা অসতর্ক হওয়া উচিত নয়। এই বিষয়টি অত্যন্ত জরুরি একটি পরামর্শ। এখনো করোনা অনেক বেশি সক্রিয়, মৃত্যুর হার অনেক বেশি। এ ছাড়াও অভাবনীয়ভাবে ভাইরাসটি বিবর্তিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে ভাইরাস নিয়ে অসতর্ক হওয়ার কোনো প্রশ্নই উঠে না। নজরদারি কমানো চলবে না। টেস্ট করতে হবে এবং তা নথিভুক্ত করতে হবে। টিকাকরণের ক্ষেত্রে সামান্যতম অসতর্কও হওয়া যাবে না।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে করোনাভাইরাস আরও বেশি সংক্রামক হয়ে উঠেছে। যারা এখনও টিকা নেননি তাদের জন্য এই ভাইরাস আরও বেশি ভয়াবহ হতে পারে।’
বাংলাদেশ সময় রবিবার (১৭ এপ্রিল) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫০ কোটি ৪১ লাখ ৯২ হাজার ৯৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ২১ হাজার ৫২৪ জনে। সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ৮১৮ জন।
গত কয়েকদিন ধরেই বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্তের হার নিম্নমুখী। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৫৯৩ জনের। শনিবার (১৬ এপ্রিল) শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৭৩৭ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৯ জনের। শুক্রবার (১৫ এপ্রিল) শনাক্ত হয়েছেন ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৬৯ জনের।
করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে।
এসএ/