ঢাকাপ্রকাশ-কে শুভেচ্ছা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা
ঢাকাপ্রকাশ-কে শুভেচ্ছা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা
ঢাকাপ্রকাশ-কে শুভেচ্ছা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচু্র ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভারত সরকার এই বিবৃতি দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
ভারতের বিবৃতিতে বলা হয়, ‘সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল। আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল!’ এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয় বলে মনে করে ভারত।
ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে এর আগে বাংলাদেশ সরকার তাকে যে বার্তা দিয়েছে সে ব্যাপারে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় ১ দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ক্রমাগত শীতে প্রচণ্ড অস্বস্তিতে রয়েছে এ জেলার মানুষ। কর্মজীবনে নেমে এসেছে প্রতিবন্ধকতা। হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রময় আবহাওয়া দেখা দিচ্ছে। হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক কর্মকর্তা রকিবুল হাসান জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ।
এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামী দু'দিন তাপমাত্রার পারদ আরো কমতে পারে। তবে দিনে রোদ থাকবে। রাতে শীত অনুভূত হবে।
গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়। ছবি: সংগৃহীত
গাইবান্ধা শহরের এক নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জিম বলেন, ঢাকায় ফ্যাসিবাদের আঁতুরঘর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। তারই ধারাবাহিকতায় গাইবান্ধায় ফ্যাসিবাদের কার্যালয় উচ্ছেদ করছি। আমরা চাই, কোথাও যেন ফ্যাসিবাদের চিহ্ন না থাকে। ছাত্র-জনতা এভাবেই ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা রুখে দেবে।
তিনি বলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি রেলওয়ের জায়গায় অবস্থিত। এটি দখলদারিত্বের মাধ্যমে স্থাপিত হয়েছিল। এই জায়গায় একটি পাবলিক টয়লেট করা হবে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, আমি বাড়িতে আছি। এ ধরনের কোনো খবর আমার কাছে নেই।