সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | ৬ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সন্ধ্যার মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাপ্রকাশের জেনারেট করা AI ছবি

দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

Header Ad
Header Ad

হাসপাতালে ভর্তি আছেন লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবিঃ সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, রাতে নেতাকর্মীদের মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাম পাশে ব্যাথা অনুভব হয়।

এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Header Ad
Header Ad

উৎপাদনে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র  

ছবিঃ সংগৃহীত

পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালীতে নির্মিত আরএনপিএল ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয়। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি থেকে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানিয়েছেন, ধাপে ধাপে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। মার্চ মাসের মধ্যে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে উৎপাদন শুরুর লক্ষ্যে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ উৎপাদন শুরুর মাধ্যমে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নত হবে।

চীনা নির্মাণ প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল ও রাষ্ট্রীয় মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালের আগস্টে ৯৫০ একর জমিতে কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়।

এই প্রকল্প দেশের বিদ্যুৎ খাতের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিকূলতা সত্ত্বেও কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উচ্ছ্বসিত।

 

Header Ad
Header Ad

আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প । স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় ক্যাপিটল হিলে এই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন ডিসি জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

ট্রাম্প একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবার ক্ষমতায় ফিরছেন, যা মার্কিন ইতিহাসে নজিরবিহীন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতারা অংশ নিচ্ছেন, যেমন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

১৮৭৪ সালের তথ্য অনুযায়ী, বিদেশি নেতারা সাধারণত এমন অনুষ্ঠানে অংশ নেন না, যা এবার ব্যতিক্রম। শপথ অনুষ্ঠানে জো বাইডেন, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামাসহ কমলা হ্যারিস উপস্থিত থাকবেন। তবে মিশেল ওবামা ও ন্যান্সি পেলোসি থাকবেন না।

এই শপথ অনুষ্ঠান ইনডোরে অনুষ্ঠিত হচ্ছে, যা ১৯৮৫ সালের পর প্রথম। তীব্র ঠান্ডা ও বৈরী আবহাওয়ার মধ্যেও লাখো মানুষ এতে অংশ নিচ্ছেন। ওয়াশিংটন জুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হাসপাতালে ভর্তি আছেন লুৎফুজ্জামান বাবর
উৎপাদনে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র  
আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
তিন বন্দির বিনিময়ে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল
অনুপ্রবেশকারীরা যেন বিএনপিতে ঢুকতে না পারে : তারেক রহমান
গাজীপুরে কভার্ড ভ্যানের চাপায় সাবেক পুলিশ সদস্য ও সাংবাদিক নিহত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলকে সরানোর বিষয়ে দুদকের চিঠি
ভারতের গুজরাটে আটক বাংলাদেশি দম্পতিকে ৭ বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর
নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে নওগাঁ শহরে: উপাচার্য হাছানাত আলী
ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ঐতিহ্য গ্রেফতার
গণ-অভ্যুত্থানকে স্মরণীয় রাখতে ৫ আগস্ট নির্বাচন দিন : সালাহউদ্দিন
জাতীয় কবি নজরুলের নাতি বাবুল কাজী আর নেই
জবিতে বোরকা পরে সনদ তুলতে এসে আটক ছাত্রলীগ নেত্রী
রিপন-ফাহিমের দারুণ বোলিং আর মালানের ফিফটিতে বরিশালের জয়
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করলেন দর্শন রাভাল! পাত্রী কে?
সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে পারে : মির্জা ফখরুল
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫.৬২ শতাংশ
বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন
গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী
সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার