সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | ৬ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ঢাকাসহ ৮ অঞ্চলে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে প্রতিদিন দেশের বিভিন্নস্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে ঝরছে বৃষ্টি। তবে দিনের অন্য সময়ে তাপপ্রবাহের আঁচও গায়ে লাগছে বেশ। অস্বস্তিকর একটি পরিবেশের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সবাইকে।

এ অবস্থায় ভোর থেকে দুপুর পর্যন্ত ঢাকাসহ দেশের আট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বেয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, বগুড়া, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ তেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Header Ad
Header Ad

সিলেটকে ৬ রানে হারিয়ে ঢাকা ক্যাপিটালসের রোমাঞ্চকর জয়

ছবি: সংগৃহীত

টানা ছয় ম্যাচে হারের বৃত্তে আটকে থাকা ঢাকা ক্যাপিটালস অবশেষে নিজেদের নবম ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ রানের রোমাঞ্চকর জয়ে লিটন দাস-তামিমের নেতৃত্বাধীন দলটি বিপিএলে আরও একবার নিজেদের প্রমাণ করে। আগে ব্যাট করে ১৯৬ রানের বড় পুঁজি গড়ে ঢাকা, যা সিলেটের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শেষ ওভার পর্যন্ত উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১৯০ রানে থেমে যায় সিলেটের ইনিংস।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেট শুরুতেই ব্যাকফুটে চলে যায়। ওপেনার জর্জি মানজি মাত্র ৫ বলে ৩ রান করে আউট হন। অপর ওপেনার রনি তালুকদার এবং অ্যারন জোন্স মিলে ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করেন। জোন্স ৩২ বলে ৩৬ রান করে আউট হলেও রনি ৩৩ বলে ফিফটি তুলে নিয়ে আক্রমণ চালিয়ে যান। ৪৪ বলে ৬৮ রানের ইনিংসে রনি আশা জাগালেও থিসারার বলে বোল্ড হয়ে বিদায় নেন। শেষ দিকে জাকের আলী (১৩ বলে ২৮) ও আরিফুল হকের (১৩ বলে ২৯) ঝড়ো ইনিংস সিলেটকে জয় কাছাকাছি নিয়ে এলেও তা যথেষ্ট হয়নি।

ঢাকা ক্যাপিটালসের হয়ে বল হাতে মোস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন। মোসাদ্দেক হোসেন সৈকত ও মুকিদুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

ঢাকার ইনিংসে লিটন দাসের ৪৮ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস এবং থিসারা পেরেরার ১৭ বলে ৩৭ রানের ঝড়ো ব্যাটিং দলকে বড় পুঁজি এনে দেয়। তানজিদ তামিমের ১৬ বলে ২২ রান এবং সাব্বির রহমানের ২১ বলে ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে ১৯৬ রানে পৌঁছায় দলটি। শেষ দিকে মুকিদুল ও ফরমানুল্লাহর অবদান নিশ্চিত করে ঢাকার লড়াকু সংগ্রহ।

এই জয়ের ফলে ঢাকা ক্যাপিটালস ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে ছয়ে উঠে এসেছে। অন্যদিকে, সিলেট জয়ের কাছে গিয়েও হতাশায় ডুবেছে। ঢাকার এই জয় তাদের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

সমস্যা পোশাকে নয়, সিস্টেমে: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যা সম্প্রতি আলোচনায় এসেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি সোমবার (২০ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে লিখেছেন, "স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নাই। সমস্যা পোশাকে নয়, সিস্টেমে।"

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, "পুলিশ, র‌্যাব ও আনসারের জন্য নতুন পোশাক সিলেক্ট করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। তবে একসঙ্গে সবকিছু করা সম্ভব নয়।"

এছাড়া তিনি জানান, পোশাক পরিবর্তনের পাশাপাশি, মনোভাব এবং প্রশিক্ষণের ক্ষেত্রেও পরিবর্তন আনতে হবে। বিশেষ করে দুর্নীতি প্রতিরোধের জন্য সবার মানসিকতার পরিবর্তন জরুরি, যা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

Header Ad
Header Ad

‘মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে পারে রাষ্ট্র, মন্ত্রণালয় নয়’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৩ নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, অন্যদিকে বিভিন্ন কোটায় ৪১-৪৬ নম্বর পেয়ে আড়াই শতাধিক শিক্ষার্থীর মিলেছে ভর্তির সুযোগ।

ফলাফল প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী- অভিভাবকরা। ফলাফল পুণরায় প্রকাশ করার দাবিও উঠেছে জোরেসোরেই।

এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, আপনারা জানেন যে, কোটা বাতিলের আন্দোলনের প্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেখানে মূল পরিবর্তন হলো নাতি-নাতনির পরিবর্তে পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে। অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে। তারপরও এটা স্ক্রুটিনি করা হবে।

তিনি আরও বলেন, এই ১৯৩ জনের মধ্যে খুবই আনইউজুয়াল হবে যাদের বয়স ৬৭-৬৮ এবং যাদের সন্তান থাকার সম্ভাবনা খুবই কম। সেখানে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেটা দেখা হবে। এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি থাকবে না এই নীতিগত সিদ্ধান্তটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, এটি রাষ্ট্রের। আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি যাচাই করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সিলেটকে ৬ রানে হারিয়ে ঢাকা ক্যাপিটালসের রোমাঞ্চকর জয়
সমস্যা পোশাকে নয়, সিস্টেমে: সারজিস আলম
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে পারে রাষ্ট্র, মন্ত্রণালয় নয়’
মেজর ডালিমের পর এবার সাংবাদিক ইলিয়াসের টকশোতে আসছে কর্নেল রাশেদ চৌধুরী
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধ ঘোষণা
মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
মুক্ত তিন ইসরায়েলি নারীকে ‘উপহারের ব্যাগ’ দিয়েছে হামাস
বনানীতে সড়কে শুয়ে পড়েছেন সিএনজি চালকরা, রাস্তা বন্ধ
এবার ক্লিনিকের বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’
দেশে ৩৩ হাজার ৬৪৮ বিদেশি অবৈধভাবে বসবাস করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মহানবীকে নিয়ে কটূক্তি, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি
পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত
বিয়ের আগেই বাধ্যতামূলক হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, বছরব্যাপী প্রচারণা
মিঠাপুকুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধন, সম্পাদক সাজ্জাদ
মেডিকেল ভর্তিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল শহীদ মিনার
ঢাকা-৭ আসনের সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
মেডিকেলে ৭৩ পেয়েও চান্স হয়নি, কোটায় ৪১ পেয়েই ভর্তি!
দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবেই: মুক্তিযোদ্ধা ফজলুর রহমান