বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

কোক স্টুডিও’র কনসার্ট দেখতে মানতে হবে ১১ শর্ত

ছবি:সংগৃহীত

ঢাকার আর্মি স্টেডিয়ামে আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের কনসার্ট। এই সিজনের গানগুলো জনপ্রিয়তা পাওয়ায় দ্বিতীয় সিজনের কনসার্ট নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। ভক্তদের একটি জাদুকরী সময় উপহার দিতে প্রস্তুতিরও কোনো কমতি রাখছে না আয়োজকরা।

এবার মঞ্চ মাতাবেন মমতাজ, অর্ণব, লালন ব্যান্ডের সুমি, বাপ্পা মজুমদার, প্রীতম হাসান, ইমন চৌধুরীসহ কোক স্টুডিও বাংলার সিজন ২-এর বেশ কজন শিল্পী। তাদের সাথে পারফর্ম করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঞ্চে আরও থাকছে হাতিরপুল সশেনস-এর পরিবেশনা।

শুক্রবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এ কনসার্টে অংশ নেওয়া দর্শক-শ্রোতাদের কিছু নিয়মাবলি মানতে হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়মগুলো জানিয়েছে আয়োজকরা। দুপুর ১টা ৩০ মিনিটে গেট খুলবে এবং ভক্তরা ভেন্যুর বিভিন্ন জোনে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবেন। এসব কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে তারা পাবেন কোক স্টুডিও বাংলা স্পেশাল মার্চেন্ডাইজ জিতে নেওয়ার সুযোগ। কনসার্টে একটি ফুড জোনও থাকছে। যেখানে বিভিন্ন স্টল থেকে ভক্তরা তদের পছন্দের খাবার কিনতে পারবেন।

ভেন্যুতে দর্শকদের যাতায়াত ঝামেলামুক্ত করার জন্য পাঠাও-এর সাথে পার্টনারশিপের মাধ্যমে একটি বিশেষ পাঠাও পিকআপ জোনের ব্যবস্থা করা হয়েছে। যারা কনসার্টে উপস্থিত থাকতে পারছেন না, তারা ঘরে বসেও কোক স্টুডিও বাংলা লাইভ-এর ব্রডকাস্ট পার্টনার দীপ্ত টিভির মাধ্যমে সরাসরি কনসার্টটি উপভোগ করতে পারবেন। এর বাইরে কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতেও কনসার্টটি দেখা যাবে।

কনসার্ট দেখতে যেসব শর্ত মানতে হবে

১. অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাথে টিকিট থাকতে হবে। ভেন্যুতে প্রবেশ করার জন্য অবশ্যই টিকিটের ডিজিটাল/প্রিন্ট কপি সাথে রাখুন।

২. টিকিট একবার যাচাই করা হলে ভেন্যুতে প্রবেশের জন্য সেই টিকিট পুনরায় ব্যবহার করা যাবে না।

৩. ১৩ বছরের কম বয়সীরা কনসার্টে প্রবেশ করতে পারবে না।

৪. ভেন্যুতে বড় ব্যাগ/ব্যাকপ্যাক নিয়ে প্রবেশ করা যাবে না।

৫. বাইরে থেকে খাবার ও পানীয় আনা যাবে না।

৬. ভেন্যুতে গাড়ি পার্ক করার কোনো ব্যবস্থা থাকবে না।

৭. ভেন্যুতে ধূমপান, মদপান, মাদক গ্রহণ অথবা অন্য কোনো বেআইনি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এমন কাজ করলে তাকে আইনশৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

৮. নিরাপত্তাজনিত কারণে আয়োজকরা তল্লাশি চালাতে পারেন এবং অনুষ্ঠানস্থল বা অনুষ্ঠানস্থলে উপস্থিত যে কোনো ব্যক্তির জন্য বিপদ সৃষ্টি করতে পারে বা অনুষ্ঠান ব্যাহত করতে পারে এমন কোনো জিনিস বাজেয়াপ্ত করতে পারে।

৯. নিষিদ্ধ বস্তু: ল্যাপটপ, চার্জার, প্রফেশনাল ক্যামেরা, বড় ব্যাগ, লাইটার, ম্যাচবক্স, ই-সিগারেট, সিগারেট, অস্ত্র এবং ধারালো বস্তু।

১০. সম্পত্তি বা ব্যক্তিগত জিনিসের কোনো ক্ষতি বা চুরির ঘটনায় আয়োজক কর্তৃপক্ষ কোনো দায় নেবে না।

১১. টিকিটের ব্যাপারে কোনো সমস্যা দেখা দিলে এ ব্যাপারে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

Header Ad
Header Ad

অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, সাধারণ মানুষের বিশ্বাস এই সরকার গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে না। এই সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না।

বুধবার (১২ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

জিএম কাদের অভিযোগ করে বলেন, জাতীয় পার্টির প্রতি বৈষম্যমূলক আচরণ করার ফলে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এছাড়া, মিছিল, সমাবেশ, ইফতার অনুষ্ঠানসহ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি।

দেশের বর্তমান পরিস্থিতিকে ‘স্মরণকালের সবচেয়ে ভয়াবহ’ বলে বর্ণনা করে জিএম কাদের বলেন, “ঢালাওভাবে সবাইকে আওয়ামী লীগের দোসর বানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে। নিরাপত্তারক্ষীদের জীবনেরই নিরাপত্তা নেই। এমন ভয়ার্ত পরিস্থিতি স্মরণকালে নেই বললেই চলে।”

আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অপব্যবহার করেছিল মন্তব্য করে তিনি বলেন, “অন্যায়-অবিচার, দুর্নীতি ও দুঃশাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে অপব্যবহার করেছিল। ফলে জনস্বার্থে এগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।

“কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বর্তমান সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে হয় ভেঙেচুরে তছনছ করে ফেলেছেন, অথবা পূর্বের আওয়ামী লীগ সরকারের ন্যায় একইভাবে অপব্যবহার করছেন। এক কথায় প্রতিষ্ঠানসমূহের ধ্বংসের ধারাবাহিকতা অপরিবর্তিত আছে।”

Header Ad
Header Ad

মসজিদে তিন জনকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রধান আসামি মো. হোসেন সরদার। ছবি: সংগৃহীত

মাদারীপুরে মসজিদে ঢুকে তিন সহদরকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. হোসেন সরদার (৬০) ও তার সহযোগী সুমন সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বুধবার (১২ মার্চ) দুপুরে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত হোসেন সরদার মাদারীপুর সদর থানার খোয়াজপুর এলাকার মৃত আছমত আলী হাওলাদারের ছেলে এবং নিহতদের চাচা। তার সহযোগী সুমন সরদার বাবলাতলা এলাকার হাছেন সরদারের ছেলে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, বালুর ব্যবসা নিয়ে বিরোধের জেরে গত ৮ মার্চ হোসেন সরদারের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়। সাইফুল সরদার ও তার দুই ভাই আতাউর সরদার ও পলাশ সরদার প্রাণ বাঁচাতে মসজিদে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা মসজিদে ঢুকে তাদের কুপিয়ে আহত করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাইফুল সরদার (৩৩) ও আতাউর সরদার (৩৫) মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ১৪ মার্চ মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। র‌্যাব-৮ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হোসেন সরদারকে আশুলিয়া থানাধীন চিত্রাশাইল এলাকা থেকে এবং সুমন সরদারকে শরীয়তপুরের পালং থানার আরিগাও এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‌্যাবের তদন্তে জানা গেছে, উভয় পক্ষই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। বালুর ব্যবসার বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Header Ad
Header Ad

লক্ষ্মীপুরে রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস, নেটিজেনদের ক্ষোভ

লক্ষ্মীপুরে রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে রোজা না রাখায় কয়েকজন বৃদ্ধ ও যুবককে প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস করানোর ঘটনা ঘটেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে শহরের থানা রোডে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে নিয়ে রোজাহীন লোকদের খাওয়ার সময় প্রকাশ্যে শাস্তি দেন। তিনি কয়েকটি দোকানে ঢুকে রোজা না রাখা কিছু বৃদ্ধ-যুবককে ধরেন এবং তাদেরকে কান ধরিয়ে ওঠ-বস করানোর নির্দেশ দেন।

এ ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ। ভুক্তভোগী বৃদ্ধ-যুবকরা লজ্জায় ঘটনাস্থল থেকে চলে গেলেও বণিক সমিতির নেতার এমন আচরণের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ জানান, "রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। কিছু লোক রোজা না রেখে শামিয়ানা লাগানো দোকানে ঢুকে খাবার খাচ্ছিলেন, যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। তাই তাদের শাস্তিস্বরূপ কান ধরিয়ে ওঠ-বস করানো হয়েছে।"

এ ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, "ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব, আর যদি কোনো ভুক্তভোগী অভিযোগ করেন তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জিএম কাদের
মসজিদে তিন জনকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার
লক্ষ্মীপুরে রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস, নেটিজেনদের ক্ষোভ
বিদেশ থাকা সত্ত্বেও কেন শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা!
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামীপুত্র মোমেন, বাদ পড়লেন ডা. বাসেত
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারত ও মোদিকে গালি!
শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস
কুবি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত
লাকিকে গ্রেফতারসহ পাঁচ দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল
সারাদেশে বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
আম্মার ভয়ে প্রেম করিনি, এখন আম্মাই বলে, তুমি খুঁজে আনো
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: ১ লাখ টাকায় সালিশের রায়, অভিযুক্ত গ্রেফতার
শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন
ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন: পুলিশ
বাম্পার ফলনেও লোকসানের মুখে আলুচাষীরা
জাতীয় নাগরিক পার্টি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: জয়নুল আবদিন ফারুক
যমুনায় যাওয়ার চেষ্টা, শিক্ষকদের ওপর পুলিশের জলকামান-লাঠিচার্জ