ছোট চলচ্চিত্রের বড় পুরস্কার অর্জন
‘মানুষে মানুষে বিভেদ ভুলি, সাম্যের সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজন করেছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান প্রতিযোগিতা। তাতে জয়লাভ করে পুরস্কার অর্জন করেছেন তিন তরুণ চলচ্চিত্র নির্মাতা। বুধবার (৮ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন লাবণী আশরাফি। তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘চক্রব্যূহ’। ‘উওমেনহুড’ নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করে দ্বিতীয় স্থান অধিকার করেছেন খালিদ বিন রফিক। ‘কাউন্টিং’ নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করে তৃতীয় স্থান অধিকার করেছেন অধিকার করেছেন রাশিদুল ইসলাম। বিজয়ীদের যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে আরও চারজন নির্মাতাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম্ব্যাসি অব সুইডেনের ফার্স্ট সেক্রেটারি মিস্টার ড্যানিয়েল নোভাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর অ্যাডভোকেট জেড আই খান পান্না এবং ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দেশব্যাপী ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য মানবাধিকার, লিঙ্গ সমতা, মানসিক স্বাস্থ্য এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করে। চলচ্চিত্রগুলোর ব্যাপ্তিকাল ছিল সর্বোচ্চ ৭ মিনিট। প্রায় এক মাসব্যাপী চলা এই প্রতিযোগিতার সম্পূর্ণ বিচার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন অভিনেত্রী এবং পরিচালক ত্রপা মজুমদার, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং নিজেরা করি এর সমন্বয়ক খুশি কবির।