বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৩০ মাঘ ১৪৩১
Dhaka Prokash

এরকম একটা ঘরে হয়তো আমার বন্ধুকে আটকে রাখা হয়েছিল, আয়নাঘর নিয়ে ফারুকী

ছবি সম্পাদনাঃ ঢাকাপ্রকাশ

২০১৩ সালের ৪ ডিসেম্বর। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন। এরপর আর খোঁজ মেলেনি তার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আজ বুধবার সকালে আয়নাঘর পরিদর্শনে যান। এদিন ঢাকার কচুক্ষেতে ডি জি এফ আই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র‍্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা।

এবার পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ‘আয়নাঘর’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। তিনি বিএনপি নেতা সাজেদুলকে আয়নাঘরে কিভাবে হত্যা করা হয় তার বর্ণনা দিয়েছেন।

ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘এ রকমই কোনো একটা ঘরে হয়তো আমার বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল। এ রকমই কোনো একটা ঘরে অজানা আশঙ্কায় সে কেঁপে কেঁপে উঠতেছিল।’

গুমের শিকার বন্ধু সাজেদুল ইসলাম সুমনকে স্মরণ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

তিনি আরও লেখেন, ‘এই রকম একটা ঘরে বসেই হয়তো সে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলছিল- আল্লাহ, তুমি আমারে এই বারের জন্য বাঁচাইয়া দাও। আমি আর রাজনীতি টাজনীতি করব না। আমার সন্তানের জন্য আমারে বাঁচাইয়া দাও। আমার মায়ের জন্য আমারে বাঁচাইয়া দাও।’

তিনি লিখেছেন, ‘এ রকমই একেকটা ঘরে আমরা সতেরো কোটি মানুষ আটকা ছিলাম ষোলো বছর। আর গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাইয়া দাও।’

ফারুকী লেখেন, ‘সুমনের সঙ্গে আমার শেষ কথা হয় উত্তরার এক হাসপাতালে লুকাইয়া থাকা অবস্থায়। ওর ভাগনে আবরারের একটা শুট ছিল আমার সঙ্গে। স্পষ্ট মনে আছে ওর শেষ কথা, ‘দোস্ত, আবরাররে তুই ইজি কইরা নিস। নাইলে অ্যাকটিং খারাপ করব’।’

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লেখেন, ‘এমনই এক জালিমের শাসনে ছিলাম যে তোর জন্য, সুমন, একটা কথাও বলতে পারি নাই। পরে জানলাম মানুষরূপী জানোয়ার জিয়াউল আহসানের নির্দেশে তোরে ইনজেকশন দিয়ে মেরে শীতলক্ষ্যায় ফেলে দেয়। যে বাবার ঘরে ফিরে সন্তানের সঙ্গে ভাত খাওয়ার কথা ছিল তাকে এই ডাইনির দল শীতলক্ষ্যার মাছেদের খাবারে পরিণত করে।’

তিনি লেখেন, ‘এই হায়েনাদের হয়ে যখন কেউ কথা বলতে আসে, আমার মাথায় রক্ত উঠে যায়। আমি আমার কমপোজার লুজ করি।’

 

 

Header Ad
Header Ad

স্বাধীনতার পর প্রথমবার গোপালগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ঢল

স্বাধীনতার পর প্রথমবার গোপালগঞ্জে জামায়াতের নেতাকর্মীদের ঢল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিশাল শোডাউন করেছে। দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগের শাসনামলে কোণঠাসা থাকা এই দলটি এবার শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের রাজপথে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।

শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোনাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে স্থানীয় কোর্ট মসজিদ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে জামায়াত নেতারা এই শোভাযাত্রাকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করেন। পথসভায় গোপালগঞ্জ-১ আসনে সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ এবং গোপালগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট আজমল হোসাইন সরদারকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।

জামায়াত নেতাদের মতে, তাদের লক্ষ্য হচ্ছে গোপালগঞ্জসহ সারা দেশে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা।
গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল মাহমুদ খান বলেন, ‘গোপালগঞ্জসহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা নির্বাচনী জিহাদে অংশ নিচ্ছি।’

বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতকে নিষিদ্ধ করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল। যুদ্ধাপরাধের অভিযোগে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর করা হয় এবং ছাত্র সংগঠন ছাত্রশিবিরের কার্যক্রম বন্ধ করা হয়। দীর্ঘদিন ধরে দলটি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকলেও বর্তমান পরিস্থিতিতে আবারও সক্রিয় হয়ে উঠছে।

বিশ্লেষকরা মনে করছেন, গোপালগঞ্জের মতো আওয়ামী লীগের দুর্গে জামায়াতের এই ধরনের শোডাউন রাজনৈতিক প্রেক্ষাপটের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শেখ হাসিনার সরকার থাকা অবস্থায় যেখানে জামায়াত নেতাকর্মীদের প্রকাশ্যে কোনো কার্যক্রম চালাতে দেখা যেত না, সেখানে এবার তারা প্রকাশ্যে মিছিল ও পথসভা করছে।

এই শোভাযাত্রা রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশ্ন তুলেছে, এতদিন কোথায় ছিলেন এই নেতাকর্মীরা এবং কীভাবে এত বড় সমর্থন অর্জন করল জামায়াত? সামনের দিনগুলোতে গোপালগঞ্জের রাজনীতিতে কী পরিবর্তন আসে, তা দেখার বিষয়।

 

 

 

Header Ad
Header Ad

শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’

শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের জন্মদিন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ প্রদর্শিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে বড় পর্দায় শর্টফিল্মটি দেখানো হয়, যেখানে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর আয়োজক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, “আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। আমরা মনে করি, জুলাই আন্দোলনে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ একসঙ্গে পতন হয়েছে, যা শুরু হয়েছিল আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্য দিয়ে।” তিনি আরও বলেন, “আমরা মনে করি, আগামীর গণতান্ত্রিক সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্নে আবরারের আত্মত্যাগ চিরস্মরণীয় থাকবে। সেই চেতনা জাগিয়ে রাখতেই আমাদের এই আয়োজন।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, “শহীদ আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতীক হয়ে উঠেছেন। এই শর্টফিল্ম প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হয়েছে, কীভাবে ফ্যাসিস্ট সরকারপন্থী ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাত।”

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শেখ জিসান আহমেদ। ইতোমধ্যে শর্টফিল্মটি যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশেও যশোরের মণিহারসহ কয়েকটি সিনেমা হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে এটি দেখানো হয়েছে।

এবার বাংলাদেশের দর্শকদের জন্য ইউটিউবে মুক্তি পেয়েছে শর্টফিল্মটি। প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের উদ্যোগে গঠিত সোশ্যাল এন্টারপ্রাইজ ‘একটিফুল’ জানায়, ১২ ফেব্রুয়ারি তাদের ইউটিউব চ্যানেল ‘একটিফুল’-এ শর্টফিল্মটি প্রকাশ করা হয়েছে।

 

Header Ad
Header Ad

মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ব্যবসায়ী, ঠাঁই হলো জেলে

মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ব্যবসায়ী, ঠাঁই হলো জেলে। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলে মারা যাওয়া গরুর মাংস বিক্রির দায়ে আনোয়ার হোসেন (২৮) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান।

দণ্ডিত আনোয়ার হোসেন টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকার নুরু মিয়ার ছেলে।

জানা যায়, টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকার জনৈক বাছের মিয়ার একটি গরু গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যায়। গরুর মালিক বাড়ির পাশেই মরা গরুটি ফেলে রাখেন। শহরের ভাল্লুককান্দি এলাকার লালচান খার ছেলে নুর খা এবং একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার হোসেন মরা গরুটিকে সেখান সারা রাত পাহারা দেয়।

বুধবার ভোরে তারা মরা গরুটির চামড়া ছিলে রিকশাযোগে ওয়ালটন মোড় বাজারে নিয়ে দিলু মিয়ার মাংসের দোকানে বিক্রি করে। গোপনে খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতেনাতে নুর খা ও আনোয়ার হোসেনকে আটক করেন এবং দিলু দৌড়ে পালিয়ে যায়।

জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, গোপনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুর খা ও আনোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থিত করা হয়। পরে বিচারক সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান ২ জনকে জিজ্ঞাসাবাদ করে আনোয়ার হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং নুর খা’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেন।

এ সময় টাঙ্গাইলের ভেটেনারি ডাক্তার মো. শাহিন আলম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

স্বাধীনতার পর প্রথমবার গোপালগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ঢল
শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’
মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ব্যবসায়ী, ঠাঁই হলো জেলে
লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি
কাফনের কাপড় পরে আন্দোলনে নিয়োগ স্থগিত হওয়া প্রাথমিকের শিক্ষকরা
১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী: মির্জা ফখরুল
র‍্যাবের বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে ‘সবাই বসে’ সিদ্ধান্ত নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ
প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, প্রজ্ঞাপন জারি
প্রিয়জনকে চুম্বনের যত উপকারিতা  
এরকম একটা ঘরে হয়তো আমার বন্ধুকে আটকে রাখা হয়েছিল, আয়নাঘর নিয়ে ফারুকী
ছাত্রদের নতুন দলের ঘোষণা আসতে পারে ২৪ ফেব্রুয়ারি
বাংলাদেশে এ বছরই আসতে পারে স্টারলিংক  
টাঙ্গাইলে হেফাজতের আপত্তিতে লালন স্মরণোৎসব বন্ধ  
আসাদের পতনের পর পুতিন ও আল-শারার প্রথম ফোনালাপ  
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার কফিন মিছিল
রোজার আগেই বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারলো ভারত