নির্মাতা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তিনি এই শপথ গ্রহণ করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ফারুকী সরব ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনের নানা ঘটনার বিশ্লেষণ করে নিজের মতামত প্রকাশ করেছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার সদস্য হিসেবে বর্তমানে যুক্ত হলেন ফারুকী।
মোস্তফা সরয়ার ফারুকী প্রায় আড়াই দশক ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি অর্জন করেছেন। তিনি কেবল পরিচালক নন, প্রযোজক হিসেবেও প্রতিষ্ঠিত। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’ থেকে বহু বিজ্ঞাপন, নাটক ও সিনেমা নির্মাণ করেছেন তিনি। ১৯৯৮ সালে মুক্তি পায় তার নির্মিত চলচ্চিত্র ‘ওয়েটিং রুম’। এরপর থেকে 'ব্যাচেলর', 'টেলিভিশন', 'মেড ইন বাংলাদেশ', 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার', 'ডুব', এবং 'পিঁপড়াবিদ্যা'র মতো প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।
২০১৮ সালে ফারুকীর সিনেমা 'ডুব' (ইংরেজিতে 'নো বেড অব রোজেস') বাংলাদেশ থেকে অস্কার প্রতিযোগিতায় মনোনীত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত ম্যাগাজিন ভ্যারাইটির রিভিউতে এই চলচ্চিত্রের রিভিউয়ার ম্যাগি লি মন্তব্য করেন, “ফারুকী প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশী চলচ্চিত্রের একটি অনন্য কণ্ঠস্বর।” সিনেমাটিতে সুখ, একাকিত্ব এবং মানসিক সংকটের গভীরতা তুলে ধরা হয়, যা দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে।
মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের ধারাকে উন্নত ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে অসামান্য ভূমিকা রেখেছেন।