শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

দেশি নায়িকা-তারকাদের সাজান যে সেলিব্রিটি স্টাইলিস্ট

তারকাদের সঙ্গে মাহফুজ কাদরী। ছবি: সংগৃহীত

বড় কোনো অনুষ্ঠানে অংশ নেবেন নায়িকা কিংবা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সামনে নিজেকে উপস্থাপন করবেন। কী পরবেন সেই আয়োজনে, চোখটাই বা আঁকবেন কেমন, হাসিটাই বা হবে কেমন, চুলগুলো বাঁধা থাকবে নাকি উড়িয়ে দেবেন বাতাসে? এমন নানা দ্বিধা-দ্বন্দ্বে তারকারা শরণাপন্ন হন একজন স্টাইলিস্টের।

মূলত স্টাইলিস্টরাও বিনোদন জগতেরই মানুষ। উঠে আসেন তারা বিভিন্ন ফ্যাশন, নৃত্য-জগত কিংবা এই সম্পর্কিত কোনো সেক্টর থেকে। কোন আয়োজনে একজন তারকা কেমন সাজপোশাকে অংশ নেবেন, পোশাকের সঙ্গে কোন জুতা থাকবে, সহ-শিল্পীর সঙ্গে লুকটা কেমন হবে―এসব ঠিক করে দেয়াই তাদের কাজ।

তারকাদের সঙ্গে মাহফুজ কাদরী। ছবি: সংগৃহীত

দেশের শোবিজ অঙ্গনে স্টাইলিস্ট হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমনই একজন শিল্পী হচ্ছেন মাহফুজ কাদরী। কখনো চিত্রনায়িকা বুবলী, কখনো অপু বিশ্বাস, আবার কখনো পূজা চেরি কিংবা চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিয়মিত তাদের স্টাইলিং করে চমকে দিচ্ছেন নেটিজেনদের।

মাহফুজ কাদরীর ক্যারিয়ারের শুরুটা ছিল একজন নৃত্যশিল্পী ও নৃত্য-পরিচালক হিসেবে। ছোটবেলা থেকেই তিনি নৃত্য-চর্চায় অনেক বেশি আগ্রহী ছিলেন। পাশাপাশি সাজসজ্জা এবং পোশাকের স্টাইলের প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল তার। যার সঙ্গেই দেখা হতো তাকেই একটু জোর করে সাজিয়ে দিতেন বা তার চুলের স্টাইলটা পরিবর্তন করে দিতেন। যদিও সেটার মানে কী বা কী হতে যাচ্ছে, তা কখনো ধারণায় ছিল না তার। কিন্তু সেই পছন্দের কাজটি আজকে অনন্য করে তুলেছেন তাকে।

এ পেশায় আসার ক্ষেত্রে মাহফুজের আগ্রহের বিস্তার হয় রাজধানী ঢাকায় এসে। এ ব্যাপারে তিনি বলেন, ২০১৫ সালে জনপ্রিয় নৃত্যগুরু শিবলি মোহাম্মদ’র কাছে কত্থক নাচের তালিম নেয়া শুরু করি। তার পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইটি বিষয়ে বিএসসিতে পড়ালেখা করি। ২০১৬ সালে এম আর ওয়াসেক ও ফারহানা চৌধুরী বেবীর কাছে সৃজনশীল ও লোকনৃত্যের তালিম নেই। এদিকে পোশাকের ওপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে সেটা নাচের কোরিওগ্রাফিতে সংযুক্ত করতে ভালো লাগতো। বেশি দিন অপেক্ষাও করতে হয়নি। ২০১৮ সালে কাদরী ডান্স গ্রুপ নামে একটা নাচের দল গঠন করি এবং তাদের নিয়ে নিয়মিত সরকারি-বেসরকারি অনুষ্ঠানগুলোতে অংশ নেই। ২০২০ সালে ভয়াবহ করোনাভাইরাস এসে যেমন কঠিন হয়ে গিয়েছিল জীবন, ঠিক তেমনি নতুন এক আমির দেখা পাই।

ক্যারিয়ারের প্রথম দিকে যাদের সঙ্গে কাজ করেছেন তা উল্লেখ করে বলেন, স্টাইলিংয়ের জন্য একের পর এক জনপ্রিয় নায়িকাদের কাছ থেকে ডাক আসতে থাকে। পূজা চেরির একটা ব্রাইডাল সুটে দুটি লুক ডিজাইন করি, শবনম বুবলীর জন্য একটি ম্যাগাজিনের ৩টি লুকের স্টাইলিং করি এবং মাহিয়া মাহির বিয়ের লুকের পুরো স্টাইলিংয়ের দায়িত্ব পেয়ে যাই। এরপর একের পর এক কাজের তালিকা বাড়তে থাকে। দিনের পর দিন সদিচ্ছা আর প্রচণ্ড পরিশ্রম দিয়ে বেশিরভাগ সেলেব্রিটিদের মনে জায়গা করে নিয়েছি।

তাছাড়া, পূজা চেরি, মাহি, অপু বিশ্বাস, আঁচল, বুবলী, রুনা খান, অহনা রহমান, শখ, দিনাত জাহান মুন্নি, লুইপা, বাধন সরকার, পূজাসহ দেশের অনেক তারকা ও মডেলদের ফটোশুটের স্টাইলিং ও ফ্যাশন ডিরেকশন দিয়েছেন তিনি। দেশীয় পোশাকের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিকভাবেও বহির্বিশ্বে স্টাইলিং নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার।

উল্লেখ্য, জনপ্রিয় তারকা শিল্পীদের অনেকে তাদের নিয়মিত যেকোনো ইভেন্ট কিংবা ফটোশুটের প্রথম পছন্দ স্টাইলিং বাই কাদরীকে রাখেন। নায়িকা পূজা চেরি, বুবলী, মাহি, সুপার মডেল ইমি, রুমা, বুলবুল টুম্পা ও অন্যান্য তারকাদের নতুন নতুন লুক ডিজাইন ও স্টাইলিং করে অন্তর্জালে আলোচনায় চলে আসেন বলে জানান তিনি।

Header Ad

গুলিতে ঝাঁঝরা ছিল আবু সাঈদের বুক, ৬ বার পরিবর্তন করা হয় প্রতিবেদন: চিকিৎসক

ছবি: সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. রাজিবুল ইসলাম বলেছেন, আবু সাঈদের বুক গুলিতে ঝাঁঝরা ছিল। সরকারের মন মতো প্রতিবেদন দিতে ঢাকা থেকেও তাকে হুমকি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের অপসারণ ইস্যুতে চলমান বিক্ষোভের সময় ফরেনসিক প্রতিবেদন টেম্পারিংয়ের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. রাজিবুল ইসলাম বলেন, আমাকে ঢাকা থেকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়, তুমি সরকারি চাকরি করে কীভাবে সরকারের বিপক্ষে এই রিপোর্ট দিতে পারো। চূড়ান্ত প্রতিবেদন যখন দিতে যাই, তার আগে ছয়বার প্রতিবেদন পরিবর্তন করানো হয়েছিল। সে সময় রংপুর মেডিকেলের ভাইস প্রিন্সিপাল মাহফুজার রহমান চার্জে ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা ছিলেন। পুলিশ প্রশাসনের লোকও ছিলেন। তাদের সামনেই আমাকে বাধ্য হয়ে প্রতিবেদনে স্বাক্ষর করতে হয়েছিল।

ডা. রাজিবুল ইসলাম বলেন, ওনারা (ডা. মাহফুজসহ উপস্থিত অন্যরা) চেয়েছিলেন আমি যেন হেড ইনজুরি দিয়ে ইউরেজোনিক শক দেখিয়ে দেই। কিন্তু আমি তাদের চাপের কাছে মাথা নত করিনি। আমার রিপোর্টে উল্লেখ ছিল, দ্য ডেড ওয়াজ ডিউ টু অ্যাভোব মেনশন ইনজুরিস হুইচ ওয়াজ এন্টিমন্টেম অ্যান্ড হোমিসাইডাল।

তিনি বলেন, সবাই ভাবছে হেড ইনজুরির (মাথার আঘাত) কারণে আবু সাঈদ মারা গেছে। হেড ইনজুরি হলে সাধারণত ব্রেনে রক্তক্ষরণ থাকে। স্ক্যামবোল ফ্রাকচার থাকে। সাঈদের ক্ষেত্রে এগুলো কোনটাই ছিল না। আমি প্রচণ্ড চাপে ছিলাম। আমাকে নানাভাবে ভয় দেখানো হয়েছে।

Header Ad

পরীক্ষা ছাড়াই নিয়োগ

এসআইবিএল থেকে ‘এস আলমের নিয়োগ দেওয়া’ ৫৭৯ কর্মকর্তা চাকরিচ্যুত

ছবি: সংগৃহীত

রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির জন্য আলোচনা ও সমালোচনার মুখ্য বিষয়ে উঠে আসে এস আলম গ্রুপের নাম। গ্রুপটির বিরুদ্ধে প্রতিনিয়ত বেরিয়ে আসছে অর্থ কেলেঙ্কারি ও নানা অনিয়মের সব তথ্য। এবার সামনে এসেছে নতুন আরেক তথ্য। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এ বিতর্কিত এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত পর্ষদের 'নিয়োগ দেওয়া' ৫৭৯ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ব্যাংকটির বোর্ড।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এসআইবিএলের মানব সম্পদ বিভাগ থেকে চিঠি দিয়ে এসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

এসব কর্মকর্তারা চট্টগ্রাম থেকে নিয়োগপ্রাপ্ত ও পরীক্ষা ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এসআইবিএলের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এসআইবিএলে বর্তমানে ৪ হাজার ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে নিয়োগপ্রাপ্ত।

তিনি আরও বলেন, ২০২৪ সালে ৫৭৯ কর্মকর্তাকে প্রবেশনারী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগে কোনো ধরনের সার্কুলার, পরীক্ষা, সার্টিফিকেট যাচাই-বাছাই ছিলনা। সম্প্রতি এক বোর্ডে তাদের নিয়োগ বাতিল করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আজ তাদের প্রত্যেককে চিঠি দিয়ে চাকরিচ্যুত করার কথা জানানো হয়েছে।

Header Ad

ডিজেল-কেরোসিনের দাম কমল

ছবি: সংগৃহীত

ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫০ পয়সা করে কমিয়েছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। জ্বালানি তেলের নতুন এ দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডিজেল ও কেরোসিন প্রতি লিটারের খুচরা মূল্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১০৫ টাকা ৫০ পয়সা। তবে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা অপরিবর্তিত রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

গুলিতে ঝাঁঝরা ছিল আবু সাঈদের বুক, ৬ বার পরিবর্তন করা হয় প্রতিবেদন: চিকিৎসক
এসআইবিএল থেকে ‘এস আলমের নিয়োগ দেওয়া’ ৫৭৯ কর্মকর্তা চাকরিচ্যুত
ডিজেল-কেরোসিনের দাম কমল
প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৩১
সাফজয়ী নারী দলকে ১ কোটি টাকা পুরস্কার দিল ক্রীড়া মন্ত্রণালয়
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর
সাফজয়ী মেয়েদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির
নির্বাচনে যেতে ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন শেখ হাসিনা: নুর
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন
৩ বার নয়, বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া যাবে ৪ বার
ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি, দায়িত্ব পেলেন যারা
৩০০ কোটি টাকা নিয়ে নিরুদ্দেশ নওগাঁর ৮ সমবায় সমিতি!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অন্য বিষয়ে নয়, নির্বাচনের দিকে ফোকাস রাখুন: সরকারকে মির্জা ফখরুল
ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের যাত্রা শুরু
১৫ বছর পর পদ হারালেন চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহ
১৫৯ রানে অলআউট, ফলোঅনে পড়ে ব্যাট করছে বাংলাদেশ
তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
ট্রফি নিয়ে ঢাকায় পৌঁছেছেন চ্যাম্পিয়নরা, যে পথ দিয়ে যাবে ছাদখোলা বাস
চুয়াডাঙ্গায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু, আটক ১