অভিনয়শিল্পী সংঘের নির্বাচন
নাসিম সভাপতি রওনক সাধারণ সম্পাদক
অভিনয়শিল্পী সংঘের দ্বিবার্ষিক নির্বাচনে আহসান হাবীব নাসিম সভাপতি ও রওনক হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৭৫২ জন ভোটারের মধ্যে ৬৪২জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫৮টি ভোট বাতিল হয়েছে।
সভাপতি পদে গেল দুই মেয়াদের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম পেয়েছেন ৪৯৬ ভোট। প্রতিদ্বন্দ্বী ছিলেন ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সাধারণ সম্পাদক রওনক হাসান পেয়েছেন ৪২১ ভোট। প্রতিদ্বন্দ্বী ছিলেন আলমগীর কবীর (কবীর টুটুল)। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন অভিনেতা খায়রুল আলম সবুজ।
টেলিভিশনের অভিনয় শিল্পীদের সংগঠন 'অভিনয় শিল্পী সংঘ' এর নির্বাচনে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। কোনো প্যানেল না থাকায় তারা প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন-
সহ-সভাপতি আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব।
যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।
সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম।
অর্থ সম্পাদক মুহাম্মদ নূর এ আলম (নয়ন),
দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম,
অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু,
আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর।
প্রচার ও প্রকাশনা প্রাণ রায়.
তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল
কার্যনির্বাহী সদস্য সাত জন।
এপি/এএস