বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ডিপ্রেশনে লুবাবা, মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিবারের

সম্প্রতি শিশুশিল্পী হিসেবে বেশ সমাদর পেয়েছেন প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহজেই পেয়েছেন জনপ্রিয়তা। পাশাপাশি চরমভাবে ট্রলের শিকার হয়েছেন এই খুদে শিল্পী। আইনগত পদক্ষেপের পাশাপাশি মিডিয়া থেকে লুবাবাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।

বিষয়টি গনমাধ্যমকে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি। তিনি বলেন, ‘আমার মেয়ের বয়স অনেক কম। এখনই যে ধরনের অনলাইন বুলিংয়ের শিকার হয়েছে, তা বড়রাই গ্রহণ করতে পারে না। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। যদি এমন চলতে থাকে তাহলে দ্রুতই তাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে।’

শুধু ট্রলকারীই নয়, দেশের প্রতিষ্ঠিত মিডিয়া হাউজের সংবাদকর্মী ও ইউটিউবারদের প্রতি প্রশ্ন তোলেন জাহিদা ইসলাম জেমি।

তিনি বলেন, ‘‘তাকে এমন সব প্রশ্ন করা হয়, যা তার বয়স ও প্রাসঙ্গিতকার সঙ্গে কোনোভাবেই যায় না। তাকে কোনো কোনো সময় বলতে বাধ্যও করা হয়। যেমন ধরুন তাকে প্রশ্ন করা হয়, ‘কোন নায়কের বিপরীতে অভিনয় করতে চাও, শাকিব না অনন্ত?’—এটা কী ধরনের প্রশ্ন? ওর বয়সই-বা কত? ও কি দীঘি বা পূজা চেরীর বয়সী যে শাকিব কিংবা অনন্ত জলিলের বিপরীতে সিনেমা করবে? ও শাকিব-অনন্ত জলিল ভাইরে বাবার মতো শ্রদ্ধা করে। হ্যাঁ, একটা সময় শাকিবকে চিনতো না ও, কিন্তু ‘প্রিয়তমা’ দেখার পর ওনার ফ্যান হয়ে গেছে। এছাড়া অনন্ত জলিলের ‘কিল হিম’ও দেখেছে, ওর মতে, ‘অনন্ত আঙ্কেল অ্যাকশন দৃশ্য খুব ভালো করেন’। এই দু’জনকে ও বাবার মতো শ্রদ্ধা করে, তবু অনেকে ভাইরাল হওয়ার জন্য লুবাবাকে এ ধরনের প্রশ্ন করেই যায়।’’

সাইবার ক্রাইমের বিষয়ে বলেন, ‘টিকটকে লুবাবার কোনো অ্যাকাউন্ট নেই। অথচ শত শত তার ভিডিও বিভিন্ন অ্যাকাউন্ট দ্বারা প্রকাশ করা হয়। এটাও তো বড় ক্রাইম।’

শতবর্ষের পুরনো নারী বীরত্ব নিয়ে দীপনের স্পাই থ্রিলারশতবর্ষের পুরনো নারী বীরত্ব নিয়ে দীপনের স্পাই থ্রিলার
পরীর প্রসঙ্গ সামনে আসায় মাহি ফিরিয়ে দিয়েছেন ৯ লাখ টাকা পরীর প্রসঙ্গ সামনে আসায় মাহি ফিরিয়ে দিয়েছেন ৯ লাখ টাকা ।


সম্প্রতি ‘মুজিব’ সিনেমার প্রদর্শনীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ‘কেন্দে দিয়েছি’ বলাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন লুবাবা। এ কারণে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মা জাহেদা ইসলাম জেমি আরও বলেন, ‘আমার মেয়ে কেন্দে (কেঁদে) দিয়েছে বলেছে আর এতেই সমালোচনা শুরু করেছে কতিপয় মানুষ। লুবাবার নানি মানে আমাদের পূর্বপুরুষ ইরান ও ভারতের। ফলে ভাষায় ওইসব অঞ্চলের টান থাকবে এটা স্বাভাবিক। এটা নিয়ে একটা বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করার মানে হয় না। আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব।’

সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে বেশ আলোচিত। লুবাবা গান, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছেন। এমনকি সিনেমাতেও অভিনয় করেছেন এ খুদে শিল্পী। সম্প্রতি তিনি শেষ করেছেন ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’ নামে একটি সিনেমার শুটিং। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

Header Ad

জাবি ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১ম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন নতুন কলাভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে।

আফসানা করিম বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার নিজ বাড়ি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় অবস্থিত। তার পিতার নাম মো. রেজাউল করিম।

একাধিক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যার দিকে কলা ভবনের সামনের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আফসানা করিম। এসময়, হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারি চালিত রিকশা তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথায় ও মুখে গুরুতর আঘাত পান আফসানা। পরবর্তীতে তাকে উদ্ধার করে জাবির কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. শামসুর রহমান বলেন, আফসানাকে গুরুতর আহত অবস্থায় আমাদের মেডিকেলে আনা হয়। তার অবস্থার অবনতি দেখে আমরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, আমি এ মুহূর্তে সাভারের এনাম মেডিকেলে এসেছি। ডাক্তারের কাছ থেকে বিস্তারিত জেনে তারপর মৃত্যুর বিষয়টি বলতে পারবো।

তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মার্কেটিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আরিফুল হক বলেন, আমরা তার মৃত্যুর বিষয়টি হাসপাতালে এসে নিশ্চিত হয়েছি। তার মৃত্যুর সময়সহ বিস্তারিত ব্যাপারে মেডিকেল রিপোর্ট হাতে পেলে জানাতে পারবো।

এদিকে, আফসানার মৃত্যুর ঘটনা তদন্ত সাপেক্ষে জড়িত রিকশা চালকের শাস্তির পাশাপাশি ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ওইদিন রাত ৯ টার দিকে বিক্ষোভ মিছিল বের করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Header Ad

মুক্তিযুদ্ধে জামায়াতের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবো : ডা. শফিকুর রহমান

ফাইল ছবি

একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে একাত্তরে ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জামায়াতে আমির বলেন, আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। ব্রিটেনের কোর্ট চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অব জাস্টিস বলেছে। ১৫টি বছর আমাদেরকে আমাদের অফিসে বসতে দেয়নি, আমাদেরকে কথা বলতে দেয়নি, আমাদেরকে কোনো র‍্যালি করতে দেয়নি। আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি।

তিনি বলেন, জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে আগাতে পারিনি। দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে। কিন্তু আমরা পারিনি। যারা সমাজ পরিচালনা করবেন তারা পরিচ্ছন্ন না হলে সমাজ পরিচ্ছন্ন হবে না।

বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে ডা. শফিক বলেন, যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো, সেটা আসলে হয়নি। বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে, আমাদের অঞ্চলের অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার তিন ভাগের এক ভাগ ব্যয়েই সম্পন্ন হয়েছে। আমাদের দেশে সময় মতো কোনো প্রকল্পের কাজ শেষ করা হয়নি, একের পর এক সময় বাড়ানো হয়েছে আর সেই সাথে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পের ব্যয়। এভাবেই দেশটাকে লুটেপুটে নিঃস্ব করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেছিল। এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন।

জামায়াতের আমির বলেন, প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন। মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্যেও আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি। ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক বিকাশে বিরাটভাবে সহায়ক হবে। এভাবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রবাসীরা অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন।

জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, যুক্তরাজ্যের বিভিন্ন বাংলা মিডিয়ার অর্ধশতকেরও বেশি সাংবাদিক এতে অংশ নেন।

Header Ad

৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ

ছবি: সংগৃহীত

বিশ্বের ৭৪টি দেশের হাফেজদের পেছনে ফেলে কুয়েতে অনুষ্ঠিত ‘১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪’-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ আনাস মাহফুজ। ছিগারুল হুফফাজ গ্রুপে (৮-১২ বছর বয়স) চ্যাম্পিয়ন হয়ে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় মাগরিবের পর কুয়েতের ক্রাউন প্লাজায় আয়োজিত এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশ নেন বাংলাদেশের প্রতিযোগীরা।

হাফেজ আনাস মাহফুজ ঢাকার মারকাযুল ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। গোপালগঞ্জের এই প্রতিভাবান কোরআন হাফেজ এর আগেও ২০২৩ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। তার এই অসাধারণ সাফল্যে পুরো দেশ গর্বিত।

এ প্রতিযোগিতায় কেরাত গ্রুপেও বাংলাদেশ উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। দেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। তার এ কৃতিত্ব বাংলাদেশের কেরাত চর্চাকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, “আনাসের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের গর্ব। আল্লাহ যেন তাকে এবং আবু জরকে যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করছি।”

প্রসঙ্গত, কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ‘১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা’ ১৪ নভেম্বর শুরু হয়। এতে অংশগ্রহণকারী ৭৪ দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের সাফল্য কোরআনের প্রতি দেশবাসীর ভালোবাসা ও গভীর শ্রদ্ধার প্রতিফলন

Header Ad

সর্বশেষ সংবাদ

জাবি ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
মুক্তিযুদ্ধে জামায়াতের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবো : ডা. শফিকুর রহমান
৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ
রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেয়া হবে: ড. ইউনূস
মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ
বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি
এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ