কিশোরগঞ্জে ‘পাকে বিপাকে’
কিশোরগঞ্জে শুরু হয়েছে নারী কবি চন্দ্রাবতীর নামে ৬ দিনব্যাপী নাট্যোৎসব। ‘নাটকের উক্তি সংস্কৃতির মুক্তি’-স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম আয়োজন করেছে এই উৎসবটি।
শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ নাট্যোৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। ছয় দিনের এই উৎসব চলবে আগামী বুধবার (১৫ মার্চ) পর্যন্ত।
উৎসবের প্রথমদিনে মঞ্চস্থ হয় মেঘদূত সাংস্কৃতিক সংঘের পরিবেশনায় ময়মনসিংহ গীতিকা অবলম্বনে গীতি নৃত্যনাট্য ‘মহুয়া’। এ ছাড়া, নাচ এবং আবৃত্তি নিয়ে হাজির হয় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও কিশোরগঞ্জ সাংস্কৃতিক সংস্থা।
উৎসবের সমাপনী দিনে বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার নাট্যদল পদাতিক নাট্য সংসদ মঞ্চায়ন করবে নাটক ‘পাকে বিপাকে’।
মনোজ মিত্রের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন সঞ্জীব কুমার দে। এতে অভিনয় করবেন-শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, শরিফুল ইসলাম ও মৃত্তিকা রহমান।
পোস্টার-কিরিটি রঞ্জন বিশ্বাস, পোষাক-সৈয়দা শামছি আরা, আলো-ইকরাম সরকার, রুপসজ্জা পরিকল্পনায় শুভাশিস দত্ত তন্ময়, মঞ্চ ব্যবস্থাপক-মমিনুল হক দিপু।
এএম/এমএমএ/