জামিনে মুক্ত অভিনেতা শিমুল খান
ঢাকাই সিনেমার পরিচিত মুখ অভিনেতা শিমুল খান। একদিন পর জামিনে মুক্ত হলেন তিনি। রবিবার (২২ জানুয়ারি) দুপুরে সিএমএম আদালত থেকে জামিনে বের হন এই অভিনেতা। বিষয়টি শিমুল খান নিজেই নিশ্চিত করেছেন।
প্রযোজক রিয়াজের একটি মামলার প্রেক্ষিতে শনিবার (২১ জানুয়ারি) মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। আজ ২২ জানুয়ারি তাকে আদালতে হাজির করা হলে আদালত এই অভিনেতাকে জামিন মঞ্জুর করেন।
মামলা সম্পর্কে শিমুল খান বলেন, ‘আমি অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরিচালনা করার ইচ্ছে আমার অনেক দিন থেকেই। সেই ধারাবাহিকতায় ‘পয়েট্রি অব লেক পার্ক’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছিলাম প্রায় তিন বছর হয়ে গেল।
বাজেটের অধিকাংশ টাকা আমি নিজেই খরচ করেছি। এর মধ্যে কো-প্রডিউসার হিসেবে ছিলেন আমেরিকা প্রবাসি আমার এক ছোট ভাই। তারপরও কিছু টাকা প্রয়োজন হয় এর নির্মাণ শেষ করতে। ওই সময় রিয়াজ নামে এক প্রযোজক বড় ভাই ৪০হাজার টাকা প্রডিউস করেছিলেন। উনাকে প্রযোজক হিসেবেই চুক্তি করে টাকাটা নিয়েছিলাম। শুটিং শেষ করে এডিটিং প্যানেলে কাজ শুরু করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এডিটিং প্যানেলের হার্ডড্রাইভ ক্র্যাশ করে ফাইলটি মিসিং হয়ে যায়। নানারকম চেষ্টা করেও আর ফাইলটি উদ্ধার করতে পারিনি।’
শিমুল খান আরও বলেন, ‘রিয়াজ ভাই এক সময় টাকাটা ফেরত চায়। আমিও তাকে বুঝিয়ে বললাম। মাঝে করোনা গেছে। আমিও তেমন কাজ করতে পারিনি। কিন্তু তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। আমি উনার অফিসেও নিয়মিত যেতাম। হঠাৎ করেই উনি আমাকে ২১ জানুয়ারি ফোন করে ডাকেন। আমিও তার ডাকে যাওয়ার পর উনি পুলিশ দিয়ে আমাকে ধরিয়ে দেন। মাত্র ৪০ হাজার টাকার জন্য উনি আমার সঙ্গে এমন আচরণ করবেন এটা ভাবতেও পারছি না।’
উল্লেখ্য, টেলিভিশন নাটকের পর ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন শিমুল খান। দেশের গণ্ডি পেরিয়ে জার্মানী, মালয়েশিয়া এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন ৫০টিরও বেশি সিনেমায়। শিমুল খান এরই মধ্যে ক্যারিয়ারে প্রথম সরকারি অনুদানের সিনেমায় মাসুম রেজার চিত্রনাট্যে মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ শিরোনামের সিনেমার শুটিং শেষ করেছেন। শিমুল খান অভিনীত সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমারও কিছু অংশের শুটিং বাকি আছে।
এএম/এমএমএ/