ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহির ব্যক্তিজীবনে নেমে এসেছে এক কঠিন সময়। চার বছরের ভালোবাসার সম্পর্কে ইতি টেনেছেন এই অভিনেত্রী। সাদাত শাফি নাবিলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বিচ্ছেদের খবরটি জানিয়ে দিয়েছেন তিনি নিজেই।
এক সময় প্রকাশ্যে এসেছিল তাদের প্রেমের কথা—তাদের ছবিগুলো নিয়ে হুলস্থুলও কম হয়নি। তবে এবার সেই সম্পর্কই গড়িয়েছে তিক্ত পরিণতির দিকে। মাহি জানালেন, এখন তিনি পার করছেন জীবনের এক কঠিন সময়, যা তিনি নিজে আখ্যা দিয়েছেন “শনির দশা” হিসেবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগঘন কিছু ছবি পোস্ট করে মাহি লিখেছেন, "গত কয়েকটা দিন খুব কষ্টের মধ্যে কেটেছে। ট্রোলিং, বোনের বিয়ের দায়িত্ব, আর আমার সম্পর্কের ভাঙন—সব মিলে যেন ভেঙে পড়েছি আমি। তবে এখন আর না।"
পোস্টে তিনি স্বীকার করেছেন, অনেকের হৃদয়ে কষ্ট দিয়েছেন, ভুল করেছেন—সেসব বোঝার দায়ভারও নিজেই নিয়েছেন। লিখেছেন, “আমি জানি, আমি অনেকের হৃদয় ভেঙেছি, এজন্য আমি দুঃখিত। আমি সত্যিই ভেঙে পড়েছি, এবং সেটা বলতে এখন আর ভয় পাই না।”

একটি চোখ ভেজা ছবির সঙ্গে মাহি লিখেছেন, “এই দুর্বল সময়ে আমি জানি, আমার ভেতরের শক্তিটুকু এখনো রয়ে গেছে। আমি ক্লান্ত, তবে হার মানিনি।”
জীবনের কঠিন বাস্তবতা নিয়ে পোস্টের শেষদিকে তিনি লিখেছেন, “জীবন সবসময় নিখুঁত হয় না। আজ আমি সেটাই শিখছি, অনুভব করছি।”

ইনস্টাগ্রামের মাধ্যমে শুরু হওয়া বন্ধুত্ব একসময় গড়িয়েছিল প্রেমে। সেই সম্পর্ক টিকেছিল প্রায় চার বছর। আর এখন, সব স্মৃতিকে বিদায় জানিয়ে সামিরা খান মাহি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন—চোখে জল থাকলেও মনে সাহস নিয়ে।