শিল্পী সমিতিতে রুনা লায়লা-আলমগীর ও আঁখি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে কম জল ঘোলা হয়নি। সব শঙ্কা ও সংশয় কাটিয়ে অবশেষে আদালতের নির্দেশে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আক্তার। বর্তমানে শিল্পী সমিতি নানান কাজে মুখর হয়ে উঠেছে।
এবার শিল্পী সমিতিতে এলেন কিংবদন্তি গায়িকা রুনা লায়লা, কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর ও কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তাদেরকে ফুল দিয়ে বরণ করেন নিপুণ। এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস।
বিষয়টি নিশ্চিত করেছেন নিপুণ আক্তার নিজেই। এ প্রসঙ্গে নিপুণ তার ফেসবুকে লিখেন, ‘আমরা আনন্দিত, আমাদের মাঝে কিংবদন্তি অভিনেতা আলমগীর, দেশবরেণ্য শিল্পী রুনা লায়লা, অসাধারণ সংগীতশিল্পী আঁখি আলমগীরকে পেয়ে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনাদের ছায়ায় এগিয়ে যাবে আরও সুন্দরভাবে।’
এএম/এসজি
