চঞ্চলের নায়িকা মনামী
কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এটা পুরানো খবর। এবার জানা গেলো-চঞ্চল চৌধুরীর নায়িকা তথা মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ।
কলকাতার একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি গণমাধ্যমে মনামী বলেন, ‘সৃজিতদার সঙ্গে প্রথম কাজ। তিনি ফোন করে অফিসে ডেকে নেন। সবটা শুনে নেচে ওঠাই বাকি ছিল। ভয়ও করছে প্রচণ্ড। এটা অনেক বড় চ্যালেঞ্জ। মা ও পরিবারের কাছের মানুষদের বিষয়টি জানানোর পর আনন্দে-দুশ্চিন্তায় তটস্থ সবাই। আমি আমার মতো করে গীতা সেন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছি। সৃজিতদা একটি ভিডিও ক্লিপিংস দিয়েছেন। সেখানে খুব অল্প সময়ের জন্য গীতা সেনকে দেখা গেছে।’
শিগগিরই এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মনামী ঘোষ কলকাতার সিরিয়াল ও সিনেমায় নিয়মিত অভিনয় করেন। এই অভিনেত্রী মাত্র ১৭ বছর বয়সে ভারতের ডিডি বাংলার সিরিয়াল ‘সাতকাহন’ দিয়ে অভিনয় শুরু করেন। দুই দশক ধরে সিরিয়াল, চলচ্চিত্র ও ওটিটি প্লাটফর্মে অভিনয় করছেন তিনি। ‘সোনার হরিণ’, ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকে কাজ করে আলোচিত হয়েছেন এই অভিনেত্রী। সিরিয়ালের পাশাপাশি ‘মাটি’, ‘এক মুঠো ছবি’, ‘বেলাশেষে’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশুরু’, ‘বক্স নম্বর ১৩১৩’, ‘কালো চিতা’ সিনেমাতেও কাজ করেছেন মনামী। রিয়েলিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র’-এর বিচারক হিসেবেও দেখা গেছে এই অভিনেত্রীকে।
অভিনয়ের পাশাপাশি গানও করেন মনামী। ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেন গতবছর তিনি।
এএম/এমএমএ/