ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জয়নিং লেটার’
বাংলাদেশে ১৪ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে প্রদর্শিত হবে তরুণ নির্মাতা নাহিদ নোমান অরূপ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয়নিং লেটার’।
এর আগে আমেরিকা, ব্রাজিল ও রাশিয়া’র বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে।
এবার বাংলাদেশে এই উৎসবের শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে এই সিনেমাটি।
অরূপ সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা, সিনেমাটোগ্রাফি, এডিটিং, সাউন্ড ডিসাইন এবং সংগীতও করেছেন।
এটি ‘আলফার্ড ষ্টুডিওস’ প্রোডাকশন হাউস-এর ব্যানারে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন ফাহাদ খন্দকার, আবু তাহের বকুল, ইয়াসমিন আখতার খান এবং রাফিয়া রহমান। নির্মাতা নাহিদ নোমান অরূপ পেশায় একজন সংগীত পরিচালক। তাহসানের ‘উদ্দেশ্য নেই’ গানের সুর ও সংগীত পরিচালনার মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন।
এ ছাড়া, অনেক নাটকের গান ও আবহ সংগীত করলেও এখন বিজ্ঞাপনের কাজ নিয়েই ব্যস্ত। সংগীত পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ করলেও প্রথমবারের মতো তিনি চলচ্চিত্র নির্মাণ করেছেন। পরবর্তীতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করার কথাও জানান এই নির্মাতা।
এ সম্পর্কে তিনি বলেন, ‘এর আগে বিভিন্ন দেশে আমার স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রদর্শিত হলেও এবার প্রথম বাংলাদেশে এতো বড় পরিসরে চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। এ জন্য ভালো লাগছে। আশাকরি এই সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। আমি মূলত সংগীতের মানুষ। তাই ভবিষ্যতে সংগীতর পাশাপাশি সিনেমা নিয়মিত সিনেমা নির্মাণ করতে চাই।’
এএম/এমএমএ/