তুহিনের কণ্ঠে হেলাল হাফিজের কবিতা

দেশের জনপ্রিয় গায়ক ও আভাস ব্যান্ডের তানজির তুহিন আবারও গাইলেন নতুন একটি গান। এই গানটি তৈরি করা হয়েছে কবিতা থেকে। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের ‘প্রস্থান’ কবিতাটি গানে রূপান্তরিত করে কণ্ঠে তুলে নিলেন তুহিন।
তবে কবিতা অবলম্বনে এই গানটির নতুন নাম রাখা হয়েছে ‘পত্র দিও’। এর সুর ও সংগীত করেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরী।
এই গানের একটি স্টুডিও ভার্সন ভিডিও ২১ ডিসেম্বর সন্ধ্যায় ইমন চৌধুরী ও তানজির তুহিন তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।
এই গানটির জন্য শ্রোতাদের কাছে ভীষণভাবে প্রসংশিত হয়েছে তুহিন ও ইমন। অসংখ্য গানপ্রিয় মানুষ কমেন্ট করে গানটির জন্য প্রসংশা করেছেন।
উল্লেখ্য, তুহিন সর্বশেষ প্রিন্স মাহমুদের সুরে ‘আলো’ গানে কণ্ঠ দিয়েছিলেন। জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন থেকে সরে যাওয়ার পর ২০১৮ সালে ‘আভাস’ নামে একটি ব্যান্ড দল গঠন করেন তিনি।
এএম/আরএ/
