জীবন যুদ্ধে হেরে গেলেন ঐন্দ্রিলা
জীবন নিয়ে দীর্ঘদিন লড়াই করছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অবশেষে যুদ্ধ শেষ হলো তার। জীবন ও পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
শনিবার দিবাগত রাতে ১০বার হার্ট অ্যাটাক হয় তার। তবুও নিঃশ্বাস নিচ্ছিলেন। শেষ পর্যন্ত ২০ নভেম্বর দুপুরে ১২টা ৫৯ মিনিটে হাসপাতালে মারা যান ঐন্দ্রিলা শর্মা।
গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে-চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর ফিরল না জ্ঞান। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী। অকালে এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতা মিডিয়াঙ্গনে।
উল্লেখ্য, অতীতে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছিলেন ঐন্দ্রিলা।
এএম/এমএমএ/