নোরা ফাতেহি পৌঁছানোয় আয়োজকরা বললেন 'আলহামদুলিল্লাহ'
অবশেষে ঢাকায় এলেন বলিউড তারকা, নৃত্যশিল্পী নোরা ফাতেহি। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। পরে তাকে নগরীর লা মেরিডিয়ান হোটেলে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
তার বিমানবন্দর থেকে বের হওয়ার একটি ছবি আয়োজক প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজে প্রকাশ করে লেখা হয়েছে 'আলহামদুলিল্লাহ'।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক ইশরাত জাহান জানান, নোরা ফাতেহি ৭ ঘণ্টার বিমান জার্নি করে ঢাকায় এসেছেন। এজন্য একটু ক্লান্ত। এদিকে সন্ধ্যার অনুষ্ঠানের জন্যও তার প্রস্তুতি নিতে হবে। ফলে সাংবাদিকদের সামনে আসতে চাইছেন না। তিনি সরাসরি অনুষ্ঠানে গিয়ে সবার সামনে কথা বলবেন এবং পরিবেশনায় অংশ নেবেন।
তিনি বলেন, 'সবাই জানেন, নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে শুরু থেকেই জটিলতা শুরু হয়েছিল। ৭/৮ মাস ধরে এই অনুষ্ঠানটির পরিকল্পনা করা হয়েছে। পরে কয়েবার অনুমতি নিয়েছি, আবার বাতিল হয়েছে। ফলে ৩ দিন আগে নোরা ঢাকায় আসার বিমান টিকেট কেটেছেন। অবশেষে আসতে পারল, তাতেই আমরা খুশি।'
ঢাকায় অনুষ্ঠান করে কাতার বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা নোরার, সেখানে থিম সংয়ে তার নাচার কথা রয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকালেই নোরা ফাতেহি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন উইমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ইশরাত জাহান মারিয়া।
নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে সরকারের তরফ থেকে আপত্তি উঠেছিল। ডলার সংকটের কারণ দেখিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় দুইবার তার ঢাকায় আসার অনুমতি আটকে দেয়। পরে তথ্য মন্ত্রণালয় চার শর্ত বেঁধে দিয়ে ঢাকায় শুটিংয়ের অনুমতি দেয়। তাতে বলা হয়, এক দিন বাংলাদেশে অবস্থান করে শুধু ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিতে পারবেন এই বলিউড তারকা। এর বাইরে আর কোনো কাজ বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।
আর নোরার পেছনে যাবতীয় খরচের উপর ৩০ শতাংশ হারে দেওয়া অগ্রিম কর সরকারকে দিতে হবে। তা না হলে প্রামাণ্যচিত্রটি সেন্সর ছাড়পত্র দেওয়ার জন্য বিবেচনায় আনা হবে না বলেও শর্তে উল্লেখ করা হয়।
এর মধ্যে গত রোববার এনবিআর এক চিঠিতে জানায়, তারা নোরা ফাতেহির অনুষ্ঠানের বিষয়ে কিছু জানেন না, আয়োজকরা উৎসে করও পরিশোধ করেননি।
তার আগে ঢাকার অনুষ্ঠান নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নোরার আসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে তা নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, “নোরা ফাতেহি একজন স্বনামধন্য অভিনেত্রী। কাতারে অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে আইটেম সংয়ে (গান) তিনিই পারফর্ম করবেন, যেটি অনান্য বিশ্বকাপেও হয়েছে; যেমন শাকিরা করেছে, আরও বেশ কয়েকজন বিশ্ববরেণ্য তারকারা করেছে।
“তাকে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এনে একটি অনুষ্ঠানের মাধ্যমে একটি ডকুমেন্টারি করতে চায়। তো সেটির জন্য আমরা অনুমতি দিয়েছি।”
“যদি ট্যাক্স/ভ্যাটের বিষয় থাকে, সেটি এনবিআর দেখবে। কিন্তু অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার তো কারও নাই। আমরা অনুমতি দিয়েছি সুতরাং তারা এ অনুমতির বলে অনুষ্ঠান করতে পারবে।”
মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নোরা ফাতেহির ঢাকা সফর নিয়ে আপত্তি তুলেছিল। নানা নাটকীয়তা শেষে বৃহস্পতিবার রাতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেয় সরকার।
/এএস