অস্কারে মনোনীত ‘জয়ল্যান্ড’ নিজের দেশেই নিষিদ্ধ
অস্কারে মনোনয়ন পেয়েছে পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’। পরিচালক সাইম সাদিকের এই সিনেমা অস্কারের জন্য মনোনয়ন পেলেও নিজের দেশেই নিষিদ্ধ হলো।
পাকিস্তানে ১৮ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তার আগেই ৬ অক্টোবর এই সিনেমার একটি বিশেষ প্রর্দশনী হয়। মুক্তির আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাকিস্তানের ১১টি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে ‘জয়ল্যান্ড’।
অস্কারে মনোনয়নের আগে কান চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি দেখানো হয়। এ সিনেমার হাত ধরেই কান চলচ্চিত্র উৎসবে পাকিস্তানের অভিষেক হয়।
এর গল্পে পাকিস্তানের পুরুষতান্ত্রিকতার উপর আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে। গল্পে দেখা যাবে পাকিন্তানের এক কট্টরপন্থী পরিবাররের ছেলে। পরিবার আশা করেছিল, সে ভবিষ্যতে বিয়ে করে পুত্রসন্তানের জন্ম দিয়ে বংশ এগিয়ে নিয়ে যাবে কিন্তু সেই ছেলে গোপনে যোগ দেয় এক ইরোটিক ডান্স গ্রুপে। সেই গ্রুপের এক রূপান্তরকামী মহিলার প্রেমে পড়ে যায়।
এতে অভিনয় করেছেন আলি জুনেজা, আলিনা খান, রাস্তি ফারুক, সালমান পীরজাদা, সারওয়াট গিলানি ও সোহেল সমীর।
সিনেমাটির নিষিদ্ধের কারণ হিসেবে বলা হয়েছে, ‘জয়ল্যান্ড’ সিনেমা দেশের সংস্কার বিরোধী, তাই দেখানো যাবে না।’
পাকিস্তানের সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা ও তীব্র ভর্ৎসনা করেছেন পাকিস্তানি দর্শক।
এএম/এমএমএ/