আরো দুটি আন্তর্জাতিক উৎসবে ‘অন্যদিন’
কামার আহমাদ সাইমন ‘অন্যদিন’ নিয়ে কানাডার এমআইডিএফএফ (মন্ট্রিয়াল ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল) যাচ্ছেন। ১০ থেকে ২১ অক্টোবর আসরটি বসছে।
মন্ট্রিয়ালের ভিসা ঢাকার কানাডিয় দূতাবাস তাকে এমআইডিএফএফের হয়ে দিয়েছে।
কামার আহমাদ সাইমন জানিয়েছেন, “১৯৯৮ সাল থেকে কানাডার মন্ট্রিয়ালে বসে এমআইডিএফএফ। আমেরিকার একটি অন্যতম নন-ফিকশন সিনেমা উৎসব। সারা বিশ্বের ১শ ছবির সেরা ১১টি সিনেমা দেখানো হবে এই আর্টিস্টিক উৎসবে। বাংলাদেশ থেকে গিয়েছে আমার ‘অন্যদিন’।”
বাকি সিনেমাগুলো হলো- ফ্রান্স, জার্মানী, স্পেন, পর্তুগাল, প্যারাগুয়ে, রোমানিয়া, আর্মেনিয়া, দক্ষিণ আফ্রিকা, ফিলিস্তিন ও ইসরায়েল।
এরপর তিনি যাবেন ফ্রান্সে। অন্যদিন নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘ফেস্টিভ্যাল দে থোয়া ৩ কন্টিনো নট’-এর আন্তর্জাতিক ফিচার ছবি শাখায়। উৎসবটি ১৮ থেকে ২৭ নভেম্বর চলবে। নট শহরে এই বাৎসরিক উৎসবের আসর বসছে ১৯৭৯ সাল থেকে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত ছবিগুলো দেখানো হয়। ফলে ইংরেজিতে তিনটি মহাদেশের উৎসব বা ‘ফেস্টিভ্যাল অব ৩ কন্টিনেন্ট’ নামেও বিখ্যাত।
কামার আহমাদ সাইমন জানিয়েছেন, ‘৯০টি সিনেমা থেকে মোটে ১০টি আন্তর্জাতিক ফিচার বিভাগে প্রদর্শনের জন্য যোগ্যতা অর্জন করেছে। আমার সিনেমাই বাংলাদেশে একমাত্র।’
আন্তর্জাতিক ফিচার ছবির তালিকায় এশিয়ার বাকি দেশগুলো হলো-ভারত, জাপান, কাতার, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মিয়ানমার ও ইরানের ছবি।
লাতিন আমেরিকার মধ্যে আছে ব্রাজিল।
মন্ট্রিয়ালে ছবি দেখিয়ে তিনি চলে যাবেন ফ্রান্সের নটে। পৌঁছানোর বিমান টিকেট লাভ করবেন।
‘অন্যদিন’ বাংলাদেশ, ফ্রান্স ও নরওয়ের ত্রি-প্রযোজনার সিনেমা সিরিজ।
“হাইব্রিড-এই ধারণাটি একেবারেই নতুন আমাদের দেশে’, বলেছেন পরিচালক। “অন্যদিনের আগের ছবিটি হলো তিন দেশের প্রযোজনায় ‘শুনতে কি পাও!’ জলের গল্প নিয়েই বানানো দুটি ছবি।’ ভদ্রা নদীর পাড় থেকে ঢাকা পর্যন্ত ছড়িয়ে থাকা নদীগুলোর ওপর ভেসে তাদের নিয়ে তারা বানিয়েছেন অন্যদিনও।
ত্রয়ী সিরিজের শেষ ছবিটি হবে ‘আরো কিছু জীবন’। পরিচালক বলেছেন, ‘চারুকলার ছাপচিত্রের আদলে আমার জন্মস্থান উত্তরবঙ্গের নদীময় উপত্যকায় শেষ ছবিটি বানাব। সেই সময় আর জনপদকে তুলে ধরবো আমার জন্মের পর থেকে।’
ওএফএস।