মার্কিন অভিনেত্রী জেনিফার হল্যান্ড ও জেইমস গান বিয়ে করেছেন
৫৬ বছরের বিখ্যাত মার্কিন পরিচালক জেইমস গান ও ৩৫ বছরের যুবতী অভিনেত্রী জেনিফার হল্যান্ড গতকাল শুক্রবার তাদের বিয়ে উদযাপনের ছবি দিয়ে ইনস্ট্রাগ্রামে সাড়া ফেলেছেন।
তাদের বিয়েতে সবার আগে ছিলেন গানের সবসময়ের সঙ্গী এবং ভাই শন গান।
বিয়ের ছবিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের আসপেন পৌরসভা শহরে তাদের আনন্দঘন মুহূর্তগুলোর।
গান লিখেছেন, ‘টানা সাত বছর একত্রে থাকার পর অবশেষে আমি আমার জীবনের ভালাবাসাকে বিয়ে করতে পেরেছি। কী অবিশ্বাস্য, সুন্দর, বিষ্ময়কর দিন, যেখানে আমরা সবচেয়ে সুন্দর পরিবার এবং বন্ধুদের সহচর্যে পৃথিবীতে আমাদের সেরা মুহূর্তটি তৈরি করেছি।’
নামী পরিচালক গান মার্ভেল কমিকসের বিখ্যাত সুপারহিরোদের নিয়ে কার্টুন সিরিজ ‘গার্ডিয়ানস অব দি গ্যালাক্সি’র একটি ছবি একই নামে তৈরি করেছেন। তার ছবিটি সারা বিশ্বে সাড়া ফেলেছে, বেরিয়েছে ২০১৪ সালে। ২০২১ সালে তার আরেকটি ছবি ‘দি সুইসাইড স্কোয়াড’ খুব খ্যাতি লাভ করেছে। এই সিনেমাটিও একটি কমিক বুকের কাহিনী। তবে আগের দল নায়ক আর এই দল হলো আমেরিকান ভিলেন। শেষ কমিক সিরিজের পরিবেশক হলো ডিসি কমিক আর তারাই তাদের সিনেমা কাহিনীগুলোর প্রযোজক ডিসি সিনেমাটিক ইউনিভাস। তাদের ছবিগুলোর পরিবেশক হয় ওয়ার্নার ব্রস।
তার ছবি দি সুইসাইড স্কোয়াডেই অসভ্য সরকারী গোয়েন্দা এমিলিয়া হাকট চরিত্র করেছেন হল্যান্ড।
একই ধরণের চরিত্র তিনি করছেন এইচবিও’র ‘পিসমেকার’ সিরিজে। এই সুপারহিরো টিভি সিরিজটিও গানের লেখা, পরিচালনা ও সৃষ্টি। এখানে একজন লোক যেকোনো উপায়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান। কত লোককে এজন্য খুন করতে হচ্ছে সে বিষয়েও তার কোনো নজর নেই।
হল্যান্ড ২০১৯ সালে সুপারহিরোনির্ভর হরর ছবি ‘ব্রাইটবার্ন’-এও অভিনয় করেছেন। এই সিমেনাটিও গানের লেখা এবং প্রযোজনা।
তাদের বিয়ে নিয়ে জেনিফার হল্যান্ড লিখেছেন তার ইনস্ট্রাগ্রাম স্টোরিতে, ‘আমি ও জেইমস গান সবচেয়ে সুন্দর মানুষদের ঘিরে রাখা অবস্থায় বিয়ে করেছি। সবচেয়ে জাদুকরী দৃশ্যাবলীতে, অনি:শেষ ভালোবাসা ও হাসিতে।’
তিনি এরপর বলেছেন, ‘আমার কৃতজ্ঞতা দুটি প্রান্তের মানুষদের কাছে প্লাবনের মতো যাচ্ছে।’
তারা বিয়ে করেছেন কলরোডোর পিটকিন কাউন্টিতে আসপেনের ডানবার র্যাঞ্চে। এই খামারটি কলরাডোর নিচের দিকের শহর আসপেন থেকে মোটে কয়েক মিনিটের। আজকের দিকে বিশ্বের সবচেয়ে দুর্লভ জমিদারীর অন্যতম, যেখানে বাড়ি ভাড়া দেওয়া হয়। পুরোপুরি নির্জন বিরাট জমিদারীটি মোট ১৬০ একরের। তাদের ব্যক্তিগত লেক আছে। আসপেন পাহাড় রাজির পূবে, আসপেন ভ্যালি ল্যান্ড ট্রাস্ট পরিচালনা করে ‘নর্থ স্টার নেচার প্রিজারভেশন’। সত্যিকারের কলোরাডো জীবনযাপন আছে এখানেই।
তাদের অসাধারণ সুন্দর এস্টেটে বিয়ে ছাড়াও আরেকটি উল্লেখ্যযোগ্য বিষয় হলো, গান-হল্যান্ডের কেক ডিজাইন করে বানিয়ে দিয়েছে ‘ফ্রাঙ্কো’, সেটি তার স্ত্রীর বিয়ের গাউনের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। ফলে বিয়ের আগে কাউকে দেখতে দেননি স্বামী।
এতসব উত্তেজনায় হল্যান্ড বিহব্বল হয়ে গিয়েছেন, ‘বিরামহীন ও আশ্চর্য সুন্দর বিষয়গুলো একের পর এক ঘটতে থাকলো যে, আমি অনুভব করলাম কোনো একটি ছবির মধ্যে রয়েছি।’
২০১৫ সালে এই দম্পতির পরিচয়। তাদের এক করে দিয়েছেন টিভি সিরিজের ‘লেক্স লুথার’ নামের কমিক চরিত্রাভিনেতা মাইকল রোজেনবার্ম।
এই ফেব্রুয়ারিতে গান-হল্যান্ড আংটি বদল করেছেন।
তারা তাদের বিয়েতে প্রিয় সুপারহিরোদের মতোই থেকেছেন। এই নিয়ে গানের লেখা পোস্ট, ‘মার্ভেল বনাম ডিসির সুপারহিরোদের মতোই এসেছি আমরা। যেকোনো সুপার হিরোপ্রেমীদের অনুষ্ঠানের মতোই আনন্দ করেছি।’
তাদের বিয়ের উৎসবে এসেছেন-গার্ডিয়ানসের তারকা ক্রিস প্যাট, সোয়ে সালদানিয়া, করেন গিলান, পম কোয়েমেনচিয়েফ। পিসমেকারের অভিনেতা-অভিনেত্রী জন সিনহা, হুক্কুদি ইবিই, নুট লে, স্টিভ এজি। সুইসাইড স্কোয়াডের তারকাদের মধ্যে ছিলেন-জো কিনেম্যান, নেইথান ফিলিয়েন, ফ্লুলা বর্গ, ডেইভিড ডাস্টমালচিয়ান, ডানিয়েল ম্যালকিওর।
জেনিফার হল্যান্ডের জীবনের এই প্রথম বিয়ে। এর আগে জেইমস গান বিয়ে করেছেন দি অফিস’র তারকা জেনা ফিশারকে। তারা ছয় বছর সংসারের পর ২০০৮ সালে বিবাহ বিচ্ছেদ করেছেন।
ওএফএস।