টরোন্টো উৎসবে স্পিলবার্গের ‘দি ফেইবলম্যানস’ সেরা
স্টিফেন স্পিলবার্গের এই বছরের ছবি ‘দি ফেইবলম্যানস’ টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান পুরস্কারটি জয় করেছে।
ছবিটি বিশ্বের ইতিহাসের সবচেয়ে সফল বাণিজ্যিক পরিচালকের শৈশবের গল্পের ওপর কাহিনীর মিশেলে বানানো।
১১ দিনের দীর্ঘ চলচ্চিত্র পুরস্কারটিতে ভোটে সিনেমাটি ‘দি ফেবারিট ফিল্ম অব দি ফেস্টিভ্যাল’ নির্বাচিত হয়েছে। তাকে প্রদান করা হয়েছে “দি পিপল’স চয়েজ অ্যাওয়ার্ড”।
এই সম্মাননাটিকে ধারাবাহিকতায় ভবিষ্যতের অস্কার জয় করা হিসেবে চিত্রিত করা হয়েছে। সাম্প্রতিককালের সব পুরস্কার জয়ীরাই অন্তত একটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয় করেছেন।
দি ফেইবলম্যানস নামের এই ছবিটি একটি উদীয়মান তরুণের গল্প বলে নাম তার স্যামি। ছবিটি তার বিশ্বব্যাপী শুভ মুক্তি করেছে গেল ছুটির দিনে উৎসবে।
স্টিফেন স্পিলবার্গের বাবা, মায়ের মতো স্যামির মা ও বাবা আলাদা থাকেন। জীবনের যন্ত্রণা থেকে পালানোর জন্য ছবি বানানোর দিকে প্রবলভাবে ঝুঁকে পড়ে তাদের তরুণ সন্তান।
এই প্রধান চরিত্রটি করেছেন তুলনামূলকভাবে নতুন অভিনেতা গাব্রিয়েল লাবেল। তার বাবা, মায়ের চরিত্রে অভিনয় করেছেন পল দানো ও মিশেল উইলিয়ামস।
এর মধ্যেই মিশেল উইলিয়ামস একটি অস্কারের জন্য ২০২৩ সালের জন্য মনোনয়ন লাভ করেছেন।
টরোন্টোতে দি পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডকে পুরস্কারগুলোর প্রধান হিসেবে বিবেচনা করা হয়। অস্কারের একটি প্রধান দাবীদারও পুরষ্কারটি।
একটি বিবৃতিতে ৭৫ বছরের বিশ্ব বরেণ্য পরিচালক স্টিফেন স্পিলবার্গ বলেছেন, ‘এটি আমার বানানো সবচেয়ে ব্যক্তিগত সিনেমা। টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার প্রথম সফরে যে প্রবল অভ্যর্থনা ও ভালোবাসা প্রত্যেকের কাছ থেকে লাভ করেছি, ফলে আমার অত্যন্ত সংক্ষিপ্ত যাত্রা আমার ও পুরো ফেইবলম্যান পরিবারের কাছে ব্যক্তিগত আনন্দ হয়ে আছে।”
‘আপনাদের টরোন্টো উৎসবের প্রত্যেকটি সিনেমাপ্রেমিককে খুবই স্পেশাল ধন্যবাদ জানাই। আপনারা আমাকে গেল ছুটির দিনে যে সম্মান করেছেন আমি কোনোদিনও ভুলব না।’
গেল ১০ বছর ধরে প্রতিটি পিপল’স চয়েজ অ্যাওয়ার্ড জয়ী অস্কারের ‘বেস্ট পিকচার’ মনোনয়ন লাভ করেছেন। তাদের মধ্যে তিনটি সিনেমা ‘১২ ইয়ারস অ্যা স্লেভ’, ‘গ্রিন বুক’ ও ‘নোমাডল্যান্ড’ সেই বছরের অস্কার জয় করেছে।
কোনো, কোনো সময় প্রধান অস্কারজয়ীদের উপেক্ষা করে গিয়েছে এই পুরস্কার। ২০১৬ সালের ‘মুনলাইট’ সেবারের উৎসবের এই প্রথম তিনটি ছবির একটিও হতে ব্যর্থ হয়েছে। তবে ছবিটি অস্কারে সেবারের সেরা পিকচার ফিল্ম হয়েছে।
স্পিলবার্গের ছবিটি ব্রিটেনে ২০২৩ সালের ২৭ জানুয়ারি মুক্তি দেওয়া হবে।
ওএফএস।