শুভ জন্মদিন গানের পাখি সাবিনা ইয়াসমিন
গানের পাখি জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। বাংলা গান এবং বাংলাদেশের গানকে যে কজন শিল্পী সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে সাবিনা ইয়াসমিন অন্যতম। সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র তিনি। আধুনিক গানের পাশাপাশি দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গানে রয়েছে তার অনন্য অবদান। চলচ্চিত্রে হাজার হাজার গান গেয়েছেন এই খ্যাতিমান গায়িকা।
রবিবার (৪ সেপ্টেম্বর) সাবিনা ইয়াসমিনের জন্মদিন। আজ ৬৯ বছরে পা দিয়েছেন সংগীতের এই কিংবদন্তি। ১৯৫৪ সালের আজকের এই দিনে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম লুৎফর রহমান ও মা বেগম মৌলুদা খাতুন। সাবিনা ইয়াসমিনদের পাঁচ বোনের মধ্যে চার জনই গান করেছেন। তারা হলেন— ফরিদা ইয়াসমিন, ফওজিয়া খান, নীলুফার ইয়াসমিন ও সাবিনা ইয়াসমিন। দাম্পত্য জীবনে সাবিনা ইয়াসমিন এক কন্যা ফাইরুজ ইয়াসমিন ও এক পুত্র শ্রাবণের জননী।
১৯৬৭ সালে জহির রায়হানের ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় আলতাফ মাহমুদের সংগীত পরিচালনায় মাত্র ১৩ বছর বয়সে প্রথম প্লেব্যাক করেন সাবিনা ইয়াসমিন। এর পর আর তাকে পেছনে তাকাতে হয়নি। তার গাওয়া গানের সংখ্যা কতো সেই হিসেবেটাও জানা নেই। গান গেয়ে স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ স্বাধীনতা পুরস্কার এবং একুশে পদক।
পাঁচ দশকের ক্যারিয়ার ও এবারের জন্মদিন নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাসাতেই আজকের দিন কাটাব। জন্মদিন নিয়ে এখন আর তেমন কোনো পরিকল্পনা থাকে না। তবে ছোটবেলায় জন্মদিন ঘিরে অনেক পরিকল্পনা থাকত। অন্য সব সাধারণ দিনের মতোই আজকের দিনটিও কাটাতে চাই। কয়েকজন বন্ধু বাসায় আসবে। সবার কাছে দোয়া চাই।’
এএম/আরএ/