সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

উত্তরখন্ডে ভারত সরকার ফিল্ম সিটি বানাবে

চলচ্চিত্র নির্মাতাদের জনপ্রিয় শুটিং গন্তব্য ‘উত্তরখন্ড’। শীঘ্রই রাজ্যটিতে একটি ফিল্ম সিটি বা চলচ্চিত্র নির্মাণের শহর তৈরির দায়িত্ব পেয়েছে রাজ্য সরকার। পাহাড়ি অঙ্গরাজ্যটিতে তাদের একটি উপযুক্ত জায়গায় জমি খোঁজার জন্য বলা হয়েছে।
সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেমে বিশেষ একক সুবিধা লাভ পদ্ধতিতে উত্তরখন্ডের রাজ্য সরকারের মাধ্যমে অঙ্গরাজ্যটি সাম্প্রতিক বছরগুলোতে শুটিংয়ের জন্য জনপ্রিয় হয়েছে। পুস্কর সিং ধামী তাদের মুখ্যমন্ত্রী।
রাজ্যটি ভারতের উত্তরের, হিমালয় একে দুভাগ করেছে। প্রাচীন তীর্থকেন্দ্রগুলো ছড়িয়ে আছে। হিন্দুদের পবিত্র নদী ‘গঙ্গা’, আমাদের ‘পদ্মা’র জন্ম উত্তরখন্ডের হিমালয়ের পাহাড়গুলোতে। তারা বলেন, গঙ্গোত্রীর পাহাড়গুলো। গঙ্গা নদীর পূর্ণ্যস্থানের একটি এখানে পড়েছে, নাম ‘গঙ্গা আরতি’। তীর্থকেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত কেদারনাথ, এক প্রাচীন শহর। গঙ্গোত্রী পর্বতগুলোতের দুটি নিয়ে গড়া প্রাচীন শহরটি। সবচেয়ে নামকরা কেদারনাথ তীর্থ। সেখানেই মন্দির। একটি বাঁধও আছে। এখন রুদ্রপরাগ শহরের একটি তীর্থকেন্দ্র। তুষারে আবৃত্ত পাহাড়গুলোর পাশে শহরটি। কেদারনাথ মন্দিরের জন্য শহরটিও ভুবনবিখ্যাত। হিন্দুদের চারটি সর্ববিখ্যাত তীর্থকেন্দ্রের মধ্যে কেদারনাথই সবচেয়ে দুর্গম। হিমালয়ের পাহাড়গুলোর মধ্যে মন্দির কেদারনাথ, মাটি থেকে ১১ হাজার ৭৫৫ ফিট ওপরে। ফলে অসম্ভব কঠিন তাতে প্রবেশ। ‘জিম করবেট ন্যাশনাল পার্ক’ এখানেই। বিভিন্ন ধরনের স্থানীয় বন্যপ্রাণীর বাস। বিখ্যাত ঋষিকেষও এখানে, একটি ইয়োগা শিক্ষাকেন্দ্র।
ভারত সরকারের স্পেশাল প্রিন্সিপাল সেক্রেটারি বা বিশেষ প্রধান সচিব অভিনব কুমার সরকারের পক্ষে উত্তরখন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামীর দিল্লীর ক্যাম্প অফিসে তার তথ্য ও যোগাযোগ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক সভা করেছেন। মঙ্গলবারের সভায় তিনি তাদের চলচ্চিত্র শহরটির জন্য উপযুক্ত অবকাঠামো নির্মাণ, মৌলিক শুটিংগুলো করার উপায় রাখার ব্যবস্থা, প্রযোজনা সংশ্লিষ্ট সুবিধাদি রাখাসহ সঠিক অ্যাকশন প্ল্যান বানাতে বলেছেন, জানানো হয়েছে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে।
অভিনব কুমার তাদের কাজগুলো করতে একটি জাতীয় পর্যায়ের চলচ্চিত্র প্রশিক্ষণ ইনস্টিটিউটের সঙ্গে আলোচনা ও সহযোগিতা নেবার নির্দেশ দিয়েছেন এবং তাদের একটি শাখা উত্তরখন্ডের চলচ্চিত্র শহরে রাখতে বলেছেন।
আরো একটি পরিকল্পনা তৈরি করতে হতে পারে তাদের বিভিন্ন পাহাড়ি এলাকায় মোবাইল থিয়েটারগুলো কীভাবে কাজ করবে ও তাদের কিভাবে সরকারীভাবে অনুদান দেওয়া হবে সেজন্য। পরিকল্পনায় থাকবে সীমান্ত এলাকাগুলোর মানুষদের বিনোদনে কাজ করা প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সহযোগিতাও।
উত্তরখন্ডের নানা আঞ্চলিক ভাষা ও তাদের জীবনযাপনের ওপর নির্ভর করে বানানো ছবিগুলো এবং ছবির মানুষদের সাহায্য করতে সেগুলো জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্যও কাজ করতে বলা হয়েছে। ইউনিভার্সিটি অব উত্তরখন্ডে চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাণের কোসগুলো যুক্ত হতে পারে বলে তাদের ভাষ্যে আছে।
ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রগুলোর দৃশ্য ধারণে উত্তরখন্ডের বিভিন্ন বিখ্যাত জায়গার উপস্থিতি শুরু বিমান রায়ের ১৯৫৮ সালের প্যারা-নরমাল রোমান্স বা অস্বাভাবিক ভালোবাসার ছবি ‘মধুমতি’তে। সিনেমাটিতে অভিনয় করেছেন বম্বের সুপারস্টার ও হিন্দি সিনেমার প্রথম কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার ও সেই সোনালী সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং সংসদ সদস্য বৈজয়ন্তীমালা। দুই সুপারস্টারের ছবির শুটিং করা হয়েছে আলমোরার পাহাড়ি এলাকাগুলোতে।
বিখ্যাত অন্য ছবিগুলোর মধ্যে আছে-করণ জোহরের ‘স্টুডেন্ট অব দি ইয়ার’-২০১২ ও ’১৯ সালের সিরিজ, ‘রক অন’র পরিচালক (ভারত সরকারের সেরা ছবি হয়েছে অসাধারণ শৈল্পিক ক্যামেরার কাজের জন্য) ও হিন্দি ভাষার অভিনেতা অভিষেক কাপুরের ‘কেদারনাথ’। উত্তরপ্রদেশের শ্রী নারায়ণ সিংয়ের বিখ্যাত ‘বাত্তি গুল মিটা চালো’ নামের ২০১৮ সালের ছবিটিও। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে ‘দিল সে’ নিয়ে ১৯৯৮ সালে যাওয়া চিত্রনাট্যকার, পরিচালক, অভিনেতা, সিনেমার বিখ্যাত ডায়লগ লেখক ও কাস্টিং ডিরেক্টর উত্তরপ্রদেশের তিগমানশু ধুলিয়ার বিখ্যাত ‘প্রাণ সিং তোমার’ এখানে শুটিং করে নাম করেছে।
ভারতের ‘মুম্বাই ফিল্ম সিটি’ আছে মহারাষ্ট্রে। হিন্দি ছবির ভুবন। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর ছবিগুলোও অত্যন্ত বিখ্যাত। তাদের সিনেমা সিটি আছে রাজধানী চেন্নাইতে। নাম ‘এম. জি. আর. ফিম্ম সিটি’। একটি সমন্বিত চলচ্চিত্র নির্মাণ শহর। সাবেক মুখ্যমন্ত্রী ও বিখ্যাত অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা এম.জি. রামচন্দ্রন’র নামে শহরটি গড়ে তোলে রাজ্য সরকার।
তেলেঙ্গানা রাজ্যের রামুজি ফিল্ম সিটি দেশের একমাত্র থিমেটিক চলচ্চিত্র নির্মাণের শহর, রাজধানী হায়দেরাবাদে। এটিই বিশ্বের সবচেয়ে বড় সমন্বিত চলচ্চিত্র শহর বা ইনটিগ্রিটেড ফিল্ম সিটি। বিশ্বের সবচেয়ে বড় স্টুডিও সিনেপ্লেক্সটির জন্য তাদের গিনেজ বুকের সার্টিফিকেট রয়েছে। একটি সমন্বিত চলচ্চিত্র স্টুডিও কমপ্লেক্স আছে। তৈরি করেছেন নিজের নামে ভারতের চলচ্চিত্র প্রযোজক ও গণমাধ্যম বিনিয়োগকারী চেরকুরি রামুজি রাও।
২০২০ সালে ২০ কোটি মানুষের ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র শহর নির্মাণের ঘোষণা করেছে। সাম্প্রতিক রাজ্য হিসেবে উত্তরখন্ডও একটি চলচ্চিত্র শহর নির্মাণের ঘোষণা করলো।

ছবি : দিলীপ কুমার-বৈজয়ন্তীমালার ছবি উত্তরখন্ডে শুটিং করা মধুমতি, সম্প্রতি শুটিং করা একটি সিনেমা, মুম্বাইয়ের একটি শুটিং স্পট, এমজিআর ফিল্ম সিটি, রামুজি ফিল্ম সিটি ও উত্তরপ্রদেশের পরিকল্পনা ছবির শহরের জন্য।
ওএস।

Header Ad

বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ

ছবি: সংগৃহীত

সুখবরটা এসেছিল গত সেপ্টেম্বরেই। গেল সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। তবে সুখবর মিলেছে রিশাদের। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

বিগ ব্যাশে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদ হোসেনের খেলা নিয়ে। মূলত জাতীয় দলের ব্যস্ত সূচি এবং বিপিএলের কারণে রিশাদের বিগ ব্যাশে খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে সেই শঙ্কা এখন আর নেই। ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই ক্রিকেটার।

বিগ ব্যাশ থেকে ফিরে ২৯ ডিসেম্বরই ফরচুন বরিশালে যোগ দেবেন রিশাদ। তবে এর আগে বিগ ব্যাশে দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে রিশাদ হোসেনের সামনে। আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

বিগ ব্যাশে রিশাদের দলে রয়েছে বড় বড় তারকা ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা ম্যাথু ওয়েড ও টিম ডেভিড এই দুজনকে সতীর্থ হিসেবে পাচ্ছেন রিশাদ। এছাড়া অস্ট্রেলিয়া জাতীয় দলের নিয়মিত মুখ ন্যাথান এলিস ও বেন ম্যাকডারমটকেও তিনি পাবেন সতীর্থ হিসেবে।

বিগ ব্যাশে কোচ হিসেবে রিশাদ পাবেন জেফ ভনকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্ব পালন করবেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং।

Header Ad

শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত

ছবি: সংগৃহীত

আসছে ঈদে ‘বরবাদ’ হবেন শাকিবিয়ানরা। এটাই যেন পণ তাদের । পরিচালক মেহেদী হাসান হৃদয়ও তাদের মনোবাসনা পূরণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতোমধ্যেই ভারতে কয়েকধাপে এই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। যেখানে অংশ নিয়েছেন শাকিব খান নিজেও।

২০২৫ সালের ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিগ বাজেটের চলচ্চিত্র ‘বরবাদ’। বরবাদে শাকিবের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার ইধিকা পালকে, সে খবর অবশ্য আগেই প্রকাশ হয়েছে। তবে নতুন খবর হচ্ছে, এই ছবিতে দেখা মিলবে কলকাতার আরেক অভিনেত্রী নুসরাত জাহানের।

ইতোমধ্যেই মুম্বাইতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিষয়টি জানিয়েছেন নুসরাত নিজেই।

বিষয়টি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন নুসরাত। তার কথায়, ‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সবকিছু বলতে চাচ্ছি না। গানটির মুক্তির জন্য শুধু অপেক্ষা করছি।’

এর আগে যৌথ প্রযোজনার ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী নুসরাত।

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন পরিচালক। ডিসেম্বরর দ্বিতীয় লটের শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Header Ad

রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা, ভাঙচুর করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জেরে এ ঘটনা ঘটে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হয় সাত কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে জড়ো হতে থাকে।

পরে বেলা সাড়ে ১২টার দিকে কিছু শিক্ষার্থী ওই কলেজে বিভিন্ন স্লোগান দিয়ে হামলা, ভাঙচুর এবং ভেতরে প্রবেশ করে। এসময় রাস্তার বিপরীত পাশে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিতে দেখা গেছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা সাড়ে ১২টা) দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া চলছে।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে তেমন কোনো ভূমিকায় দেখা যায়নি বলে অভিযোগ সাধারণ মানুষজনের।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বলেন, গতকালকে ডিএমআরসির নেতৃত্ব ঢাকার বেশকয়েকটি কলেজ একত্রিত হয়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় সোহরাওয়ার্দী কলেজের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। গতকাল রাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছিলাম এ ঘটনার সুষ্ঠু একটা সমাধান করার জন্য। কিন্তু আমাদের দেওয়া সময়ের ভেতর তেমন কোনো পদক্ষেপ নেয়নি তারা। তাই আমরা আজ একত্রিত হয়েছি। আমরা শুনেছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা একত্রিত হচ্ছে আমরা এখন সেখানে যাবো। আমাদের সঙ্গে রায়সাহেব বাজারে ও যাত্রাবাড়ী সাত কলেজের অন্য শিক্ষার্থীরা যুক্ত হবে।

এদিকে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করার জন্য বারবার মাইকিং করে নিষেধ করেন।

এসময় তিনি বলেন, তোমরা শান্ত হও, তোমাদের সঙ্গে আমরা আছি। গতকালকের ঘটনায় অনুপ্রবেশকারীরা ছিল, আজও এখানে অনুপ্রবেশকারী আছে বলে মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কমিটি আসবে, সোহরাওয়ার্দী কলেজকে বলতে চাই গতকালকের ঘটনায় সুষ্ঠু বিচার হবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
অটোরিকশা চলাচলে আপিল করবে সরকার
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত