রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ | ২১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অসুস্থ হয়ে হাসপাতালে কাজী হায়াৎ

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। আজ বৃহষ্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে নেওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। 

বাবার জন্য দোয়া চেয়ে কাজী মারুফ বলেন, ‘আমার বাবা অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর। দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো এবারও যেন সবাই আব্বুর পাশে থাকেন। যাতে তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমার আব্বুকে আপনাদের দোয়াতে মনে রাখবেন।’

চলতি বছরের মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হলে আইসিইউতে রাখতে হয়েছিল বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎকে। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি। এছাড়াও বছর খানেক আগে যুক্তরাষ্ট্রে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। পরে আলমগীর কবীরের সাথে ‘সীমানা পেরিয়ে’ ছবিতেও সহকারী পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি।

১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ ক্যারিয়ারে ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘চাঁদাবাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘কাবুলিওয়ালা’ ছাড়াও বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। লিখেছেন চিত্রনাট্য। তার পরিচালিনায় ৫০তম চলচ্চিত্র ‘বীর’।

Header Ad
Header Ad

১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারত

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হেরে গেল ভারত। গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর ভারত টানা দুটি টেস্ট সিরিজে পরাস্ত। সেই সঙ্গে চুরমার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার হ্য়াটট্রিকের যাবতীয় আশা। জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ক্ষীণ আশা জিইয়ে রাখতে ভারতকে জিততেই হতো সিডনিতে। কিন্তু সেটা হলো না। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। জসপ্রীত বুমরাহ ব্যাক স্প্যাজমের কারণে বল করতে না পারায় এই পুঁজি নিয়ে লড়াই ভারতের পক্ষে কঠিন হয়ে যায়।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স ভারতকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন সেই সাথে ওয়ানডে বিশ্বকাপও। এবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেন, সেই সঙ্গে নিশ্চিত করলেন বর্ডার-গাভাসকর ট্রফি জয়।

সিডনি টেস্টে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের পুরোটাও লাগল না অস্ট্রেলিয়ার ৩-১ ব্যবধানে সিরিজ জয় সুনিশ্চিত করতে। স্যাম কনস্টাস ১৭ বলে ২২, উসমান খোয়াজা ৪৫ বলে ৪১, মার্নাস লাবুশেন ২০ বলে ৬ ও স্টিভ স্মিথ ৯ বলে ৪ রান করেন। স্মিথ আটকে থাকলেন টেস্টে ৯৯৯৯ রানে।

২৭ ওভারেই অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন ট্রাভিস হেড ও বিউ ওয়েবস্টার। হেড চারটি চারের সাহায্যে ৩৮ বলে ৩৪ ও ওয়েবস্টার ৬টি চারের সাহায্যে ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। ওয়াশিংটন সুন্দরের বলে চার মেরে দলকে সিরিজ জেতান এই টেস্টে অভিষেক হওয়া ওয়েবস্টার। প্রসিদ্ধ কৃষ্ণ তিনটি ও মহম্মদ সিরাজ ১ উইকেট নেন। সিরাজ এদিন খোয়াজাকে আউট করে টেস্টে শততম শিকার ঝুলিতে পুরলেন।

এদিকে জসপ্রীত বুমরাহর পর দ্বিতীয় ভারতীয় পেসার তথা ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সিরাজ। রবিচন্দ্রন অশ্বিন ১৯৫টি, জসপ্রীত বুমরাহ ১৫৬টি, রবীন্দ্র জাদেজা ১৩১টি ও মহম্মদ সিরাজ ১০০টি উইকেট নিয়েছেন।

 

Header Ad
Header Ad

সেই পানামা ফারুকের মেয়ে রোজাকেই বিয়ে করলেন তাহসান

ছবিঃ সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে। তবে কনে রোজার বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে। নেটিজেনরা বলছেন, রোজার বাবা বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহম্মেদ ওরফে পানামা ফারুক। যিনি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সময়ে বরিশাল নগরে গড়ে ওঠা ‘আট বাহিনীর’ একটির প্রধান ছিলেন ফারুক। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে এসব শীর্ষ সন্ত্রাসী বিদেশে পালিয়ে যান। ২০০৮ সাল পর্যন্ত ফারুক ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিলেন।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও তাকে ওইভাবে স‌ক্রিয় হতে দেখা যায়‌নি। তবে ২০১৩ সা‌লের দিকে নি‌জের অবস্থান জানান দিতে গিয়ে আলোচনায় আসেন পানামা ফারুক।

তৎকালীন র‌্যাব সদস‌্যরা জা‌নিয়ে‌ছিল, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বরিশাল নগরীর চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র‌্যাবের সদস্যরা। ভোর সোয়া ৬টার দিকে ওই এলাকা দিয়ে ছয়-সাতজনের একটি দল যাচ্ছিল। তাদের থামতে বললে তারা উল্টো দিকে ঘুরে চলে যেতে থাকে। র‌্যাবের ডিএডি নাজির আহম্মেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহম্মেদ আহত হন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যান ফারুক আহম্মেদ।

তাহসানের বিয়ের খবরে ১০ বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। শোনা যাচ্ছে, তার মেয়ে রোজাকেই বিয়ে করেছেন তাহসান। তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা।

ক‌থিত বন্ধুকযুদ্ধে নিহত ফারুক আহম্মেদের ভাই মনা আহম্মেদ রাতে জানান, শুক্রবার রাতে ঢাকায় বিয়ের অনুষ্ঠান‌টি হয়েছে। রোজার প‌রিবার ও স্বজনদের অনেকেই সেখানে ছিলেন।

 

Header Ad
Header Ad

যুক্তরাষ্টের সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন মেসি  

লিওনেল মেসি। ছবিঃ সংগৃহীত

বেশ কয়েকবছর ধরেই যুক্তরাষ্ট্রের ফুটবলে অসামান্য অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির জার্সিতে খেললেও দেশটিতে অজনপ্রিয় ফুটবলকে নতুন করে চিনিয়েছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। সেই প্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মননা ‘প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম’ পেতে যাচ্ছেনে এই ফুটবল জাদুঘর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে এ পুরস্কার নেবেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

মেসি ও এনবিএ কিংবদন্তি ম্যাজিক জনসনসহ এবার আরও ১৭ জনকে দেয়া হবে প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম সম্মাননা। উল্লেখযোগ্যদের মধ্যে অন্যরা হলেন- হিলারি ক্লিনটন, শনিবার (৪ জানুয়ারি) হোয়াইটহাউজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ১৯ জন আমেরিকানস মহান নেতা। তারা আমেরিকাকে আরও ভালো স্থান বানিয়েছেন। তারা মহান, কারণ তারা দেশ ও বিদেশে তারা অসামান্য অবদান রেখেছেন।’

এই সম্মাননা দেয়া হয় যুক্তরাষ্ট্র কিংবা বিশ্বব্যাপী শান্তি, সংস্কৃতি, উন্নয়ন ও নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের। ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে গত বছর এই পুরস্কার পেয়েছিলেন সাঁতারু কেটি লিডেকি। অলিম্পিকে ৯টি স্বর্ণপদক জিতেছেন এই অ্যাথলেট।

মেসি প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম সম্মাননা পাচ্ছেন বিশ্বব্যাপী স্বাস্থ্য ও শিক্ষাখাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ। বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর। লিও ফাউন্ডেশনের মাধ্যমে এই তারকা বিশ্বব্যাপী শিশুদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষাখাত নিয়ে কাজ করছেন।’

উল্লেখ্য, ২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি। দলের হয়ে তিনি জিতেছেন প্রথম বার আয়োজিত হওয়া লিগস কাপ শিরোপা। দ্বিতীয় মৌসুমে ইন্টার মায়ামি শোকেসে তুলেছে সাপোর্টার্স শিল্ড। মেসি হয়েছেন দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারত
সেই পানামা ফারুকের মেয়ে রোজাকেই বিয়ে করলেন তাহসান
যুক্তরাষ্টের সর্বোচ্চ বেসামরিক পদক পাচ্ছেন মেসি  
গাজার ইসরায়েলের হামলা, একদিনেই শিশুসহ নিহত ৭০
৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ জনকে নিয়ে মুখ ঢেকে কেক কাটলেন ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক  
গুচ্ছ পদ্ধতি ও পোষ্য কোটা বাতিলের দাবিতে কুবি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম 
বাংলাদেশি হামজাকে দলে চায় শেফিল্ড ইউনাইটেড
  যশোরে আজহারীর মাহফিল শেষে থানায় ৩ শতাধিক জিডি
ভারত সেভেন সিস্টার্সের জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে: সারজিস
নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায় তার ওপর: প্রধান উপদেষ্টা  
রমজানে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ
হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির এখনো জবাব দেয়নি দিল্লি  
নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে : রূপা হককে প্রধান উপদেষ্টা  
কানাডায় নেওয়া যাবে না বাবা-মা ও দাদা-দাদিকে, স্পনসরশিপ বন্ধ ঘোষণা  
ইউরোপের ৮ দেশের ভিসা দিচ্ছে ঢাকার সুইডিশ দূতাবাস  
সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানের ঘোষণা শিক্ষার্থীদের  
পূর্ব শত্রুতা জেরে ৩০০ মাল্টা গাছ কেটে বিনষ্ট, হাউ মাউ করে কাঁদছেন চাষী
  অবশেষে বিয়ের গুঞ্জনে সীলমোহর দিলেন তাহসান
ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছে: শফিকুর রহমান
টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের সভাপতির উপর আ’লীগ সমর্থকদের হামলার অভিযোগ