শাকিব খানের বিশ্বজয়, আইএমডিবির সেরা ১০০-তে ‘বরবাদ’

ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রে যেন নতুন এক ইতিহাস লিখছে ‘বরবাদ’। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত এই সিনেমা এখন শুধু দেশের পর্দায় নয়, জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও।
সিনেমাপ্রেমীদের অন্যতম নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম আইএমডিবি-এর সর্বশেষ জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় ৪৪ নম্বরে উঠে এসেছে ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির ১৭ দিন পরও সিনেমা হলে দর্শকদের ঢল প্রমাণ করছে এর জনপ্রিয়তা।
আইএমডিবির তালিকায় ‘বরবাদ’-এর পাশে রয়েছে বিশ্বখ্যাত সিনেমাগুলো- ‘আ মাইনক্রাফট মুভি’, ‘স্নো হোয়াইট’, ‘অ্যানোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, ‘সিকান্দার’, এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। সেখানে ৭.৪ রেটিং পেয়ে এই বাংলা সিনেমা জায়গা করে নিয়েছে বিশ্ব সিনেমার অন্যতম আলোচিত আলোচনায়।
এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আইএমডিবির জনপ্রিয় সিনেমার তালিকায় ‘বরবাদ’-এর ৪৪তম স্থান পাওয়া শুধু আমার নয়, পুরো বাংলাদেশের গর্ব। আমাদের সিনেমা এখন বিদেশেও মুক্তি পাচ্ছে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিশাল প্রাপ্তি।”
উল্লেখ্য, আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেজ) পরিচালিত হয় অ্যামাজন ডট কম-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান আইএমডিবি ডট কম ইনকর্পোরেটেড দ্বারা।
