জেমস লাইভ ইন ডালাস; যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়তে যাচ্ছেন জেমস

মাহফুজ আনাম জেমস। ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের রক মিউজিকের এক জীবন্ত কিংবদন্তি মাহফুজ আনাম জেমস। তার ব্যান্ড নগর বাউল আজও একই উন্মাদনা ছড়ায়, তার কনসার্ট মানেই তরুণ-প্রবীণ সবার উচ্ছ্বাসে ভেসে যাওয়া এক সুরেলা উৎসব।
এই রক আইকন এবার পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে, যেখানে আগামী ১৪ জুন তিনি মাতিয়ে তুলবেন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টার। আয়োজকরা বলছেন, এটি হবে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য সবচেয়ে বড় ও ঐতিহাসিক কনসার্ট।
কনসার্টটির ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ নামে ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বিশাল এই ভেন্যুটিকে আটটি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে টিকিটের দাম ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত। ticketfuse.com-এ এখন চলছে বিশেষ আর্লি বার্ড ডিসকাউন্ট।
আয়োজকদের অন্যতম সাজ্জাদুল ইসলাম বলেন,
"ডালাসে এর আগে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি। এটি শুধু একটি কনসার্ট নয়, আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত!"
যুক্তরাষ্ট্রপ্রবাসী ভক্তদের জন্য এটি হবে বিরল এক সুযোগ। জেমস নিজেও মুখিয়ে আছেন তার ভরাট কণ্ঠ আর গিটারের ঝড় তুলতে।
এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে নগর বাউলের ১০টি কনসার্ট করার কথা থাকলেও ব্যান্ডটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে শেষ পর্যন্ত ২৫টি শো করতে হয়েছিল! এবারের সফরেও এমন কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নগর বাউলের বর্তমান লাইনআপ:
ভোকাল: ফারুক মাহফুজ আনাম জেমস
ড্রামস: আহসান এলাহি ফ্যান্টি
গিটার: সুলতান রায়হান খান
বেজ গিটার: তালুকদার সাব্বির
যুক্তরাষ্ট্রে থাকা নগর বাউল ভক্তদের জন্য এটি এক স্মরণীয় রাত হতে যাচ্ছে—কেউ যেন মিস না করেন!
