ভালোবাসা দিবসে প্রেমিকার ছবি প্রকাশ করলেন পঁচাত্তর বয়সী কবীর সুমন!

ছবি: সংগৃহীত
সবার মনে আজ বসন্ত ও ভালোবাসা দিবসের হওয়া লেগেছে। দুই বাংলার জনপ্রিয় গায়ক কবীর সুমনও এই দিনে তার মনের কথা জানান দিলেন। কবীর সুমন তার ক্যারিয়ারে গানে গানে যেমন প্রেমের কথা বলেছেন তেমনটি ব্যক্তি জীবনেও প্রেমের কথা গোপন রাখেনি কখনো। স্পষ্টভাষী এই মানুষটি একাধিকবার প্রেমে পড়েছেন। এবার ৭৫ বছর বয়সে আবারও প্রেমে পড়লেন কবীর সুমন-এমনটাই শোনা যাচ্ছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফাগুনের সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, সেলফি তুলছেন এক নারী, আর পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন কবীর সুমন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের ভালোবাসা দিবস।’
ছবির নারীটি সৌমি বসু মল্লিক। কবীর সুমনের এ পোস্টের উত্তরে তিনি লেখেন, ‘আমি তোমায় ভালোবাসি।’ এরপর থেকেই এই যুগলকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনুরাগীরা। শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি গায়ক আসিফ আকবরও।

১৯৬৯ সালে ভয়েস অব আমেরিকায় কাজ করার সময় ওপার বাংলার সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কবীর সুমনের। পরে কলকাতায় ফিরে তিনি তাকে বিয়ে করেন এবং ধর্মান্তরিত হন। এরপর তারা জার্মানিতে পাড়ি জমান, যেখানে তাদের সম্পর্কে চিড় ধরে।
সোফিয়ার সঙ্গে বিচ্ছেদের পর মারিয়া নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান সুমন। কিন্তু সে সম্পর্কও সুখের হয়নি। নব্বইয়ের দশকের শেষের দিকে মারিয়া তার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।
এরপর বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন কবীর সুমন। যদিও সেই সংসারও বেশিদিন টেকেনি।
১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা সংগীত জগতে নতুন ধারা প্রবর্তন করেন কবীর সুমন। জীবনমুখী গানের পথিকৃৎ হিসেবে দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়তা পান।
তবে সময় যতই পাল্টাক, প্রেমের ব্যাকরণ তার জন্য যেন বরাবরই একই থাকে। বয়সকে অগ্রাহ্য করে এবারও ভালোবাসায় মজেছেন কবীর সুমন- তাই তো তার ভাষ্য, ‘আমাদের ভালোবাসা দিবস’।
