বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৯ মাঘ ১৪৩১
Dhaka Prokash

  এ সরকার দায়িত্বহীন, আমিই বিকল্প সরকার করবো: কাফি  

ছবিঃ সংগৃহীত

তরুণ প্রজন্মের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জমান কাফির বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। ক্ষোভে সকাল ১১টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে এই আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে কাফি জানায়, আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিবো। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হবো - আমিই বিপ্লবী সরকার হবো।

তার আগের মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে আরেকটি স্ট্যাটাসে তার গ্রামের বাড়ীতে আগুন লাগার অভিযোগ করেন কাফি।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘মধ্য রাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’

জানা গেছে, কাফির বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তিনি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসের মধ্যে দেশের সংকটময় পরিস্থিতিসহ নানা অসংহতি, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ থাকে।

মেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর। তবে মেলার প্রথম দিকে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এসব বিষয়ে এক ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়ে সমালোচনা করতেছেন। এই যে আলিঙ্গনের যে ছবিটা (অন্য একটা মোবাইলে একটা মেয়েকে আলিঙ্গনের ছবি দেখিয়ে) মানুষকে গিলাচ্ছেন। বলা হচ্ছে, কাফি জড়াজড়ি করছে। আরে ভাই, এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা নাটকের ক্লিপ। সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছেন।’

তিনি বলেন, ‘বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি। সেটা নিয়ে এতদূর আসার কথা না। তবুও আমি আমার জায়গা থেকে সরি বলেছি। এখনো বলছি। বইমেলার মতো একটা জায়গায় হাত ধরা ঠিক হয়নি।’

Header Ad
Header Ad

আদমদীঘিতে ৯৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদমদীঘিতে ৯৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৯৭ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার ইন্দইল আশা ফিলিং স্টেশনে অবস্থান করা একটি ট্রাকে তল্লাশি করে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহি ক্যাম্পের সিনিয়র এএসপি রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দইল আশা ফিলিং স্টেশনে অবস্থানরত ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৬ নম্বর ট্রাকটিতে তল্লাশি চালান। ট্রাকের চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ৯৭ কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার আউখাব গ্রামের রুহুল আমিনের ছেলে সবুজ মিয়া (৩২) এবং অন্যজন কিশোরগঞ্জ জেলার লঘু নন্দনপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০)।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, মাদকদ্রব্য আইনে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Header Ad
Header Ad

বিশ্বনেতাদের সামনে মোদিকে পাত্তা দিলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট!

এআই সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

বিশ্বনেতাদের সঙ্গে করমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাত্তা দিলো না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে এই দৃশ্য দেখা গেছে। তুরস্কের আনাদোলু নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্যারিসে এআই সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদি হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রোঁ। তবে মোদিকে উপেক্ষা করলেও আশপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইনসহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। কেউ কেউ এ ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে।

ফরাসি বা ভারত সরকারের পক্ষ থেকে কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডি-ইন্টেন্ট ডাটা দাবি করেছে, ওই ঘটনার আগে বেশ কয়েকবার মোদির সঙ্গে করমর্দন ও হাত মিলিয়েছেন ম্যাক্রোঁ। তারা বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছে। তাদের দাবি, মোদিকে এড়িয়ে চলার যে ভিডিও শেয়ার করা হয়েছে সেটি উদ্দেশ্যমূলক।

এদিকে প্যারিসে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন। এলিসি প্যালেসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত এক নৈশভোজের সময় তাদের সাক্ষাৎ হয়। নৈশভোজের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদি জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান।

সূত্র: আনাদোলু এজেন্সি

Header Ad
Header Ad

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন মেহেদী হাসান মিরাজ

সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন মেহেদী হাসান মিরাজ।ছবি: সংগৃহীত

বাংলাদেশের লাল সবুজ জার্সিতে অলরাউন্ডার সাকিব আল হাসানের পরেই কদর রয়েছে মেহেদী হাসান মিরাজের। ব্যাটে-বলে ঝলক দেখিয়ে সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টুর্নামেন্ট সেরা হয়েছেন মিরাজ।

ক্রিকেটের বাইশ গজের দৌড় ঝাপের পাশাপাশি এবার তারকা এই অলরাউন্ডার মনোযোগী হয়েছেন পড়াশোনায়। স্নাতক ডিগ্রি অর্জনের জন্য সাউথইস্ট ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন।

বিপিএল শেষে মেহেদী হাসান মিরাজ এখন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ছাড়বেন দেশ। এর মাঝের সময়ে মিরাজ তার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন সারলেন। সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন।

সাউথইস্ট ইউনিভার্সিটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে মিরাজকে স্বাগত জানিয়ে লিখে, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার, মেহেদী হাসান মিরাজ তার স্নাতক ডিগ্রি অর্জনের জন্য সাউথইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ভর্তি হয়েছেন।’

'আমরা তাকে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং তার শিক্ষাগত আকাঙ্খার সাথে তার ক্রিকেটিং ক্যারিয়ারের ভারসাম্য বজায় রাখার জন্য তাকে শুভ কামনা করি।'

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আদমদীঘিতে ৯৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিশ্বনেতাদের সামনে মোদিকে পাত্তা দিলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট!
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন মেহেদী হাসান মিরাজ
আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি, ৭ দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু: কাফি
ভালোবাসা দিবসে ‘তামাশা’ নিয়ে ফেসবুকে পোস্ট, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা ফরিদা
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অবৈধ অভিবাসী গ্রেফতার
বন্দিদের মুক্তি না দিলে গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর
দেশি-বিদেশি গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
যমুনা সেতুতে আর ট্রেন নয়, আজ থেকে চলবে যমুনা রেল সেতুতে    
৪ দফা দাবিতে আজ মাঠে নামছে বিএনপি    
গুরুতর অপরাধ করতে যাচ্ছে ট্রাম্প: বললেন সিরিয়ার প্রেসিডেন্ট  
কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না : মির্জা আব্বাস  
এবার চিটাগাং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইয়াশার  
সীমান্তে আইইডি বিস্ফোরণে ২ ভারতীয় সেনা নিহত   
  এ সরকার দায়িত্বহীন, আমিই বিকল্প সরকার করবো: কাফি  
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ৪ নেতা কারামুক্ত
‘অপারেশন ডেভিল হান্ট’: সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭
অপারেশন ডেভিল হান্টের অভিযানে চুয়াডাঙ্গায় গ্রেফতার ৯
নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়কের কক্ষে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা
বিরামপুরে স্কাউটস সমাবেশ এর উদ্বোধন