লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই
লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে হলিউড তারকাদের বাড়ি পুড়ে ছাই। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ
হঠাৎ করেই দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায়, যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বহু মানুষ, এমনকি নামকরা তারকারাও। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে, আবার কেউ ছোট পর্দা থেকে জানতে পারছেন যে, তাদের বিলাসবহুল বাড়ি পুড়ে গিয়েছে আগুনের লেলিহান শিখায়।
প্যাসিফিক প্যালিসেডস, যা লস অ্যাঞ্জেলেসের একটি অত্যন্ত অভিজাত এলাকা, এখানেই বসবাস করেন ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস, ক্যারি এলওয়েসসহ অনেক তারকা। তাদের মধ্যে অনেকেই হারিয়েছেন তাদের প্রিয় বাড়ি। আগুনের উৎস এখনও স্পষ্ট নয়, তবে ক্ষতির পরিমাণ অত্যন্ত ভয়াবহ।
প্যারিস হিলটন, যিনি মালিবুতে থাকেন, তার বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে জানার পর তিনি বলেন, "এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।" তিনি আরও জানান, তার বাড়িতে অনেক স্মৃতি ছিল, যা আগুনের তাপে হারিয়ে গেছে। তবে তার পরিবার এবং পোষ্যরা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে, 'দ্য প্রিন্সেস ব্রাইড' ছবির অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। কোনো রকমে তার পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে আসতে পেরেছেন তিনি। জেমি লি কার্টিসও জানিয়েছেন যে, তার পরিবার নিরাপদে রয়েছে, তবে তাদের বাড়ি রক্ষা পায়নি।
গায়িকা ও অভিনেত্রী ম্যান্ডি মুরও জানিয়ে দিয়েছেন যে, তার বাড়ি আগুনে পুড়ে গেছে, তবে তিনি পরিবারের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। এই ভয়াবহ আগুনের তাণ্ডবের শিকার আরও অনেকেই। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছিল এবং এর ফলে আরও অনেক তারকার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস, রিকি লেকসহ আরও অনেকে।